×
  • প্রকাশিত : ২০২৫-১০-১৫
  • ১০ বার পঠিত
মোঃ রাফসান জানি, ভোলা: 
সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু,জালাই সনদের আইনি ভিত্তিসহ ৫ দফা দাবিতে ভোলায় মানববন্ধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস এর জেলা নেতাকর্মী'সহ সকল সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এসময় নেতারা বলেন তাদের ৫ দফা দাবি না মানা হলে নির্বাচনে যাবেনা। গত রবিবার বিকেলে পিআর'সহ ৫ দফা দাবিতে জেলা প্রশাসক মো. আজাদ জাহানের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রধান করেন জামায়াত ও ইসলামী আন্দোলন। 

আজ বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০ ঘটিকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখা, সকাল ১১ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ, ভোলা জেলা উত্তর শাখা,বিকেল ৫ ঘটিকায় বাংলাদেশ খেলাফত মজলিস ভোলা জেলা শাখার মানববন্ধন কর্মসূচি পালন করেন ভোলার সদর রোডের কে জাহান মার্কেট এর সামনে। 

কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী,
সারাদেশের ন্যায় ভোলাতেও পাঁচ দফা দাবিতে পৃথক পৃথক ভাবে  মানববন্ধন করেন ইসলামিক  তিন দল। 

বাংরাদেশ জামায়াতে ইসলামীর  উপস্থিত ছিলেন ভোলা-১ আসনের জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী অধ্যক্ষ মাও: নজরুল ইসলাম, 
সদর উপজেলা আমীর মাও:কামাল হোসাইন,উপজেলা সেক্রেটারী, মাও:- আব্দুল গাফফার,ভোলাপৌর আমীর মাও: জামাল উদ্দিন, 
মুল বক্তব্য পেশ করেন 
জেলা সেক্রেটারী কাজী মাও: হারুন আর রশিদ সহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী। 
সভাপতিত্ব করেন মো: জাকির হোসাইন। 

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার উপস্থিত ছিলেন সভাপতি, মাও মোঃ আতাউর রহমান মমতাজী, সেক্রেটার তরিকুল ইসলাম তারেক, ভোলা ১ আসনের ইসলামী আন্দোলন এর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাও ওবায়েদুর রহমান সহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। 

বাংলাদেশ খেলাফত মজলিস এর আমির মাও মাকসুদুর রহমান, সেক্রেটারি মাও বেলাল ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। 

বক্তারা বলেন:- পিআর পদ্ধতি ছাড়া জাতীয় নির্বাচন হতে পারে না। প্রয়োজনে জনগন পিআর চায় কিনা এই বিষয়ে একটি গনভোট নেয়া যায়। 

ইসলামী দলগুলোর পাঁচ দফা দাবি হলো
১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের মাধ্যমে গণভোট প্রদান করে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা;
২. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোট প্রদান করা;
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা;
৪. ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা;
৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat