প্রণয় দাশগুপ্ত শিমুল, চট্টগ্রাম :
কেক কেটে উদযাপন করা হয়েছে স্থানীয় জনপ্রিয় পত্রিকা ‘বোয়ালখালী সংবাদ’-এর ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী।
সোমবার (১৩ অক্টোবর) বাদে মাগরিব বোয়ালখালী প্রেস ক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত হয় এ যুগপূর্তি অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস. এম. মনজুর আলম মাস্টার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম. এ. মন্নান, সমাজসেবক ও রাজনীতিবিদ হাজি আবু আকতার, শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরী, সারোয়াতলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউনুচ চৌধুরী, এবং বোয়ালখালী পৌরসভা বিএনপির সাবেক সহসভাপতি কামাল উদ্দিনসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘বোয়ালখালী সংবাদ’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ মো. নজরুল ইসলাম, এবং সঞ্চালনা করেন নির্বাহী সম্পাদক প্রভাস চক্রবর্তী।
এতে বক্তব্য রাখেন সাংবাদিক প্রলয় চৌধুরী মুক্তি, প্রেস ক্লাবের সদস্য শাহ আলম বাবলু, এম মনির চৌধুরী রানা, সমাজকর্মী মো. হায়দার চৌধুরী, উপজেলা তরুণ দলের আহ্বায়ক নুরুল কবির, ইব্রাহিম হোসেন সজীব, আবদুল ছাত্তার, আবদুল ছবুর প্রমুখ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন বোয়ালখালীর ঐতিহ্যবাহী বুড়া মসজিদের মতোয়াল্লী ও রাজনীতিবিদ আলহাজ মো. নুরুন্নবী চৌধুরী, বিভিন্ন সংগঠন ও শ্রেণিপেশার নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে বোয়ালখালী সংবাদ।”
তারা আশা প্রকাশ করেন—পত্রিকাটি ভবিষ্যতেও নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে জনমানুষের অধিকার, সমস্যা ও পরিবর্তনের কথা তুলে ধরবে।
বক্তারা আরও বলেন, “একটি স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যম গণতান্ত্রিক রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ। বোয়ালখালী সংবাদ সেই আদর্শকে ধারণ করেই এগিয়ে চলেছে।”
শেষে বক্তারা পত্রিকাটির আগামী দিনের সাফল্য ও অগ্রগতির জন্য শুভকামনা জানান।
এ জাতীয় আরো খবর..