×
  • প্রকাশিত : ২০২৪-০২-২৮
  • ১৯৩ বার পঠিত
কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে বুধবার ২৮ ফেব্রুয়ারি বিকেল চারটার সময় উপজেলা প্রশাসনের উদ্যোগে দুই দিনব্যাপী অমর একুশে বইমেলার শুভ উদ্বোধন করেন মিরপুর উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবুল কাশেম জোয়াদ্দার ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহুরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল করিম, বীর মুক্তিযোদ্ধা মোঃ খেদ আলী, মিরপুর থানা ওসি তদন্ত মোঃ শফিকুল ইসলাম, লেখক ও কবি হাসান টুটুল সহ মিরপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, লেখক, কবি ও সাহিত্যিক সহ সুধীজন। দীর্ঘ এক যুগ পরে মিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে অমর একুশে বইমেলার পদচারণা শুরু হলো নতুন করে। এই ধারাকে ধরে রাখতে আগামী বছরগুলোতে আয়োজন করা হবে এই বইমেলার। এমনটি জানিয়েছে মিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহুরুল ইসলাম। 

তবে এই ধরনের আয়োজন আগামী প্রজন্মকে ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতিকে জানার উত্তম একটি মাধ্যম বলে মনে করেন লেখক কবি ও সাহিত্যিকরা। সেই সঙ্গে যুব সমাজ বই পড়া থেকে  দূরে চলে যাচ্ছে, বই এবং যুব সমাজের মাঝে যেধরনের দূরত্ব সৃষ্টি হচ্ছে, এই দূরত্বকে সমন্বয়ে করতে বই মেলা সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করেন লেখকেরা। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat