×
  • প্রকাশিত : ২০২৪-০৪-১৪
  • ১০৭ বার পঠিত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন হয়েছে।

রবিবার(১৪ এপ্রিল) সকালে শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিন শেষে একই স্থানে মিলিত হয় । স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক ও আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ৪৩ শিবগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ডাক্তার সামিল উদ্দিন আহমেদ শিমুল , শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ উজ্জল হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা সহকারী ভূমি অফিসার মোঃ জুবায়ের হোসেন, শিবগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম কিবরিয়া , উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা শিউলি বেগম, উপজেলা বাস্তবায়ন প্রকল্প অফিসার মোঃ আরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

শোভাযাত্রায় বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সামাজিক ও সাংস্কৃতিক সকল শ্রেণীর মানুষ অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat