×
  • প্রকাশিত : ২০২৪-০৪-১৫
  • ১০৯ বার পঠিত
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে এক তরুণ দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার মধ্যরাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার কালিয়াকৈর বাইপাস ফ্লাইওভারের নিচে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার বড়ইইতলী গ্রামের ব্যবসায়ী মো: মোজাম্মেল হকের ছেলে মো. আসিফ মাহমুদ (২৫) এবং তার স্ত্রী তানজিম বকশী (২১)।

জানা যায়, “গত বছরের জুলাই মাসে আসিফ ও তানজিমের বিয়ে হয়। টাঙ্গাইল জেলার, মির্জাপুর উপজেলার কুড়িপাড়া গ্রামে এক স্বজনের গায়ে হলুদের অনুষ্ঠানে যোগ দিয়ে রোববার মধ্যরাতে তারা বাড়ি ফিরছিলেন। কালিয়াকৈর বাইপাস এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় টাঙ্গাইলগামী ’মাহী স্পেশাল পরিবন’ এর একটি যাত্রীবাহীবাস তাদের চাপা দেয়। এলাকাবাসী ঘটনাস্থল থেকে দ্রুত তাদের উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন। নাওজোড় হাইওয়ে থানার ওসি মোঃ শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক বাসটি আটক করলেও বাসের চালক ও হেলপাড় পালিয়ে গেছে। এব্যপারে মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat