ইব্রাহিম মুকুট, ময়মনসিংহ: ‘টেকসই ভবিষ্যত বিনির্মাণে আজকের পরিমাপ’ এই প্রতিপাদকে সামনে রেখে ওজন ও পরিমাপ বিষয়ক দুটি আন্তর্জাতিক সংস্থানের যৌথ উদ্যোগে বিশ্বব্যাপী দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত হয়ে আসছে। এ ধারাবাহিকতায় ময়মনসিংহে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয় কর্তৃক যথাযথ মর্যাদায় বিশ্ব মেট্রোলজি দিবস ২০২৪ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে। সোমবার (২০ মে) বিএসটিআই ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আয়োজনে জেলা পরিষদের ভাষা শহিদ আব্দুল জব্বার মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিএসটিআইয়ের সহকারী পরিচালক মোঃ রকিবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক (মেট্রোলোজি) মোঃ ছানোয়ার হোসেন, ময়মনসিংহ ক্যাবের সভাপতি এডভোকেট মোঃ আবুল কাশেম। প্রধান অতিথি ব্যবসায়ীদের উদ্দেশ্য করে বলেন, আপনারা কতটুকু লাভ করবেন বা ব্যবসা করবেন সেটি নৈতিকভাবে আপনারা বিবেচনা করবেন। আপনারা যদি দৃষ্টিভঙ্গি বদলান তাহলে সঠিক পণ্যের মানদন্ড স্বাভাবিক রাখা যায়। আমরা সবাই যেন পরিশুদ্ধতার জায়গা থেকে সচেতন থাকি এবং নীতিগতভাবে সৎ থাকি। আইন করে পরিশুদ্ধ করা যায় না প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে জবাবদিহিতার জায়গায় সচেতন থাকতে হবে। আমরা যেভাবে আপনাদের ভালো সেবাটা দিচ্ছি আপনাদেরও উচিত সাধারণ মানুষকে সঠিক সেবাটা প্রদান করা। আমরা যদি আমাদের কাজটি সঠিকভাবে পালন করি, ওজন ও পরিমাপ যদি সঠিক নিয়ম অনুযায়ী ব্যবহার করি তাহলে আলোচনা সভা, সেমিনার বা ভ্রাম্যমান অভিযানের দরকার বলে আমি মনে করি না। বর্তমানে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি হয়েছে বলেই সরকারি কার্যক্রমে জবাবদিহিতা তৈরি হয়েছে।
প্রধান অতিথি আরো বলেন, পণ্যের মান নিয়ন্ত্রণ, নকল পণ্য ও নিম্নমানের পণ্য উৎপাদন ও সরবরাহ রোধ এবং ওজন ও পরিমাপ বিষয়ে বিএসটিআই কাজ করে যাচ্ছে। পন্যের মান প্রণয়ন ও বাস্তবায়নে এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতকরণে বিএসটিআই এর বর্তমান কার্যক্রম টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে আমাদের আশান্বিত করেছে।
সহকারী পরিচালক মোঃ ছানোয়ার হোসেন তার স্বাগত বক্তব্যে বলেন, আন্তর্জাতিক মান অনুসরণ করে ময়মনসিংহে বিএসটিআই পণ্যের জাতীয় মান প্রণয়ন ও বাস্তবায়নসহ ওজন ও পরিমাপে কার্যটি রোধ এবং সঠিকতা নিরূপণে কাজ করে যাচ্ছে। বিভিন্ন পণ্য যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে ব্যবহৃত সামগ্রী ও যন্ত্রপাতির মান নির্ধারণ এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতকরণে বিএসটিআই নিরলসভাবে কাজ করছে। বিএসটিআইয়ের মেট্রোলজি ওজন ও পরিমাপের সঠিকতা নিশ্চিতকল্পে এবং টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে ভূমিকা রাখছে।াাঅনুষ্ঠানে বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানের স্টেকহোল্ডারগন, বিএসটিআই প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরো খবর..