ইমাম হোসাইন, তিতাস:
কুমিল্লার তিতাস উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন তিতাস প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো.কবির হোসেন। তিনি সোমবার (২৪ জুন) সকালে তিতাস প্রেস ক্লাব মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিএনপি থেকে পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দেন। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাংবাদিক কবির হোসেন। তিনি বলেন, রাজনীতি ও সাংবাদিকতা একসাথে হয় না। একজন সাংবাদিক রাজনীতিতে সম্পৃক্ত থাকলে সুষ্ঠু ও নিরপেক্ষ সাংবাদিকতা বাধাগ্রস্ত হয়। এর ফলে জনগণও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই আমি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি, রাজনীতি থেকে বেরিয়ে আসবো। আমি আশা করছি তিতাস উপজেলা বিএনপি থেকে আমার এই পদত্যাগ এক্ষণেই কার্যকর হবে। ইতোমধ্যে (গত বছর ১৭আগষ্ট) আমি তিতাস উপজেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিবের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছি। অদ্যাবধি এই বিষয়ে বিএনপি থেকে কোন সিদ্ধান্ত জানানো হয়নি। তাই সাংবাদিক সম্মেলন করে বিএনপির সকল পদ থেকে পদত্যাগ করেছি।
এব্যাপারে উপজেলা বিএনপির সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূঁইয়ার কাছে (গত বছরের ১৭ আগষ্ট উপজেলা বিএনপির সদস্য কবির হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করে কেনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি) জানতে চাইলে তিনি বলেন,গত বছরের ১৭ আগষ্ট কবির হোসেন দল থেকে পদত্যাগের বিষয়ে একটি পদত্যাগপত্র আমাদের হাতে এসেছে। পরে আমরা তাকে ডেকে বলেছি,আপনার মত একজন নিবেদিত কর্মী আমাদের দলে দরকার। আপনি দল থেকে পদত্যাগ না করলে ভালো হয়। এরপর থেকে তিনি উপজেলা বিএনপির প্রতিটি প্রোগ্রাম ও মিটিং মিছিলে এতোদিন অংশগ্রহণ করেছিলেন। কিন্তু হুট করে আজ পদত্যাগ করবে এটি আমাদের জানা ছিলনা। এক প্রশ্নের জবাবে (আপনি উপজেলা বিএনপির সদস্য সচিব হিসেবে বিষয়টি কেমন ভাবে দেখছেন) তিনি আরও বলেন,আসলে রাজনীতি যার যার ব্যক্তিগত বিষয়। কিন্তু কবির হোসেন বিএনপির একজন এক্টিভ কর্মী হয়ে এইভাবে পদত্যাগ করবে এটি অত্যন্ত দুঃখজনক। নিশ্চিয় এর মধ্যে অন্য কোনো কারন আছে।
এসময় সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যের পরে কবির হোসেন বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এই সময় তিতাস প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকসহ বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরো খবর..