×
  • প্রকাশিত : ২০২৪-০৭-১১
  • ১১৭ বার পঠিত
এমরান হোসেন, লক্ষ্মীপুর প্রতিনিধি:
মজু চৌধরীর হাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে । দিশেহারা হয়ে পড়েছেন ব্যবসায়ীগন। অসহায় ব্যবসায়ীগনের   গগনবিদারী  আহাজারিতে ভারী হয়ে গেছে পরিবেশ। 

১২ জুলাই বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে এ অগ্নুৎ্পাতের ঘটনা ঘটে । প্রত্যক্ষদর্শী লোকজন জানিয়েছেন,  ফয়জরের নামাজ পড়তে আসা মুসল্লীগন প্রথমে দেখতে পান যে,  বাজারের লন্চ ঘাটস্থ বড় কাপড়ের দোকান থেকে আগুনের লেলিহান উঠতে দেখেন। মুহূর্তের মধ্যে আগুন আশেপশের  দোকানে ছড়িয়ে পড়ে । এসময় মুসল্লীদের সোর চিৎকারে লোকজন এসে আগুন নিভানোর চেষ্টা করে ।  

ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে  এবং তাদের সাথে রায়পুর ফায়ার সার্ভিস এসে যোগ দেয় । ততক্ষনে পুড়ে গেছে প্রায় ১৫ টি দোকান। কয়ক্ষতি হয়েছে  ১৫- ২০ কোটি টাকার ।  
   
মজু চৌধুরীর হাট থেকে  লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের উপ পরিচালক আব্দুল মান্নান জানিয়েছেন। ভোর ৬.২০ মিনিটের সময় তারা অগ্নুৎ্পাতের খবর পেয়ে দ্রুত তম সময়ের মধ্যে ছুটে আসেন এবং তাদের সাথে রায়পুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে যোগ দেয় । সকাল সাতটার ভিতর  আগুন নিয়ন্ত্রণে  আনতে তারা সক্ষম হন বলে তিনি জানান। 

মজু চৌধুরীর হাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ চন্দ্র চৌধুরী জানান, আমরা অগ্নুৎপাত দেখার সাথে সাথে  প্রথমে ফায়ার সার্ভিস এবং  পরে লক্ষ্মীপুর পুলিশ ও বিদ্যুৎ বিভাগ  কে অবগত করি। 

বাজারের ইমন ষ্টোরের সত্বাধীকারী মোঃ ইউনুচ সহ একাধিক ব্যবসায়ী  বলেন,  আমাদের  সব কিছু পুড়ে চাঁই হয়ে গেছে। আমরা  কি নিয়ে ঘুরে দাড়াবো। বউ বাচ্চা  নিয়ে কোথায় যাব।  

মজু চৌধুরীর হাট বনিক সমিতি জানিয়েছে,  ফায়ার সার্ভিস, পুলিশ  ও স্থানীয় লোকজনের গুরুত্বপূর্ণ ভূমিকা  ও সহযোগিতায় আমরা কৃতজ্ঞ।  উনারা যথা সময়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার কারণে  ব্যবসায়ীগন ব্যাপক ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছেন ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat