×
  • প্রকাশিত : ২০২৪-০৮-২৫
  • ১০৩ বার পঠিত
দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি:

বন্যার্তদের সহায়তায় একদিন বেতনের সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের প্রদানের ঘোষণা দিয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবির)শিক্ষক সমিতি।

শনিবার বেলা ১১টায় পবিপ্রবি শিক্ষক সমিতির এক সাধারণ সভায় উক্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভার শুরুতে বন্যার্তদের দূর্যোগ লাগবে মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া প্রার্থনা ও নিহতদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। পরে বন্যার্তদের সহায়তায় পবিপ্রবি শিক্ষকদের একদিনের বেতনের সমপরিমাণ টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন, পবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর জেহাদ পারভেজ, সাধারণ সম্পাদক প্রফেসর ড.মো. আসাদুজ্জামান মিয়া প্রমুখ।

এব্যাপারে পবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর জেহাদ পারভেজ বলেন, সকল শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় ৯ লক্ষাধিক টাকা বন্যার্তদের সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat