×
  • প্রকাশিত : ২০২৪-০৮-২৫
  • ৮৮ বার পঠিত
আলী আজীম, মোংলা (বাগেরহাট):

খুলনা জেলার পাইকগাছা উপজেলায় বন্যার্তদের উদ্ধার ও ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন।

রোববার (২৫ আগস্ট) কোস্ট গার্ড পশ্চিম জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসীর ইবনে মহসিন এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবেলায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কোস্ট গার্ড। সম্প্রতি অতিরিক্ত জোয়ারের কারণে খুলনার পাইকগাছা উপজেলার ভদ্রা নদী সংলগ্ন বাঁধ ভেঙ্গে ১৩ টি গ্রাম প্লাবিত হওয়ার ফলে জনজীবন বিপন্ন হওয়াসহ ফসল ও কাঁচা ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। 

ভেসে গেছে চিংড়ি ঘের ও পুকুরের মাছ। এরূপ দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন। 

আজ পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের বন্যা কবলিত পানিবন্দিদের উদ্ধার ও সার্বিক সহায়তা প্রদানের পাশাপাশি প্রয়োজনীয় খাদ্য, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সেবা প্রদান করছে কোস্ট গার্ড। এ ছাড়াও পানিবন্দিদের উদ্ধার করে নিরাপদ গন্তব্যে পৌঁছে দিচ্ছে উদ্ধারকারী দল।

বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা এ কার্যক্রম অব্যাহত রাখবেন বলেও জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat