×
  • প্রকাশিত : ২০২৪-০৮-২৬
  • ৮১ বার পঠিত
মোঃ মহিববুল্লাহ হাওলাদার, পিরোজপুর প্রতিনিধিঃ

পিরোজপুরের ভান্ডারিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর পীর সাহেব চরমোনাই ঘোষতি ৯দফা প্রস্তাবনা বাস্তবায়নের জন্য এক  গণ সমাবেশ অনুষ্ঠিত।

গতকাল সোমবার বিকাল সাড়ে ৪ টার দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভান্ডারিয়া শাখার উদ্যেগে পৌরশহরের সার্কিট হাউসের সামনে এ গণ সমাবেশের আয়োজন করা হয়। 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আল্লামা নুরুল হুদা ফয়েজী পীর সাহেব কারিমপুর। তিনি তার বক্তব্যে বলেন, রাস্ট্র কল্যানমূখী রাস্ট্র হিসেবে গড়ে তুলতে হবে । দল মত নির্বিশেষে সকলের আধিকার প্রতিষ্ঠা করতে হবে। যে কারনে মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, সেই দাবি বাস্তবায়ন করতে হবে। যারা অন্যায় এবং জুলুম করেছে, তাদের বিচারের আওতায় আনতে হবে। দেশেকে ইসলামী রাস্ট্র হিসাবে গড়ে তোলতে হবে। দেশের কোন স্থনে মূর্তি (ভাস্কর্য) স্থাপন করা যাবেনা। এ ধরনের শরিয়তবিরোধী কাজ মুসলমানদের জন্য অনুসরণযোগ্য নয়। এটি কোরআন ও সুন্নাহকে অমান্য করা। 

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভান্ডারিয়া উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মুহাম্মাদ বাদশা জোমাদ্দারের সভাপতিত্বে ও মুফতি রেদওয়ানুল করীমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার  সভাপতি মাওলানা মুহাম্মাদ ইয়াহ্ইয়া হাওলাদার, সেক্রেটারি মুহাম্মাদ মনিরুল হাসান, ভান্ডারিয়া উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা মুহাম্মাদ সুলাইমান মিয়া, ইসলামী যুব আন্দোলন পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মুফতি রেদওয়ান হুসাইন প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat