শরীয়তপুর, সখিপুর :
শরীয়তপুরের সখিপুর থানার বিএনপি নেতা মনোয়ার হোসেন বাবু বকাউল দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি সখিপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চরভাগা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।
গতকাল ১৯ অক্টোবর, দুপুরে, জেলা বিএনপি সভাপতি সফিকুর রহমান কিরন এর কাছে তিনি তার পদত্যাগ পত্র পাঠান।
মনোয়ার হোসেন বাবু জানান, তাঁর পদত্যাগের পেছনে কোনো রাজনৈতিক বিরোধ বা অভিমান নেই; পরিবারের প্রতি দায়বদ্ধতাই এই সিদ্ধান্তের প্রধান কারণ। তাঁর ছোট ভাই ডা. মাহমুদ হোসেন বকাউল চলমান জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মনোনীত হওয়ায়—ভাইয়ের প্রতি পারিবারিক সম্মান ও সমর্থন জানাতেই তিনি পদ ছেড়েছেন।
তিনি বলেন, “আমি আমার পরিবারের প্রতি দায়িত্ববোধ থেকেই এই সিদ্ধান্ত নিয়েছি। বিএনপির প্রতি কোনো বিরূপ মনোভাব আমার নেই।” একই সঙ্গে বিষয়টি নিয়ে কেউ যেন বিরূপ মন্তব্য না করেন—সবার কাছে এমন আহ্বান জানান তিনি এবং বিএনপির প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।
স্থানীয় রাজনৈতিক মহলে তাঁর এই পদক্ষেপ নিয়ে আলোচনা চলছে। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকা মনোয়ার হোসেন বাবু বকাউল চরভাগা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সামাজিক-রাজনৈতিক নানা কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।
দলীয় সূত্রে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া না পাওয়া গেলেও, স্থানীয় রাজনীতিতে এর প্রভাব নিয়ে বিভিন্ন মহলে জল্পনা চলছে। তবে ব্যক্তিগত অবস্থান পরিষ্কার করে তিনি জানান, ভবিষ্যতেও তিনি এলাকাবাসীর কল্যাণে কাজ করে যেতে চান।