×
  • প্রকাশিত : ২০২৪-১২-০৭
  • ১০৩ বার পঠিত
স্টাফ রিপোর্টার : (নীলফামারী ) 
জোড় করে পদত্যাগে বাধ্য করানো, মিথ্যে মামলা ও হুমকী ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা আমিন উল্লাহ। বুধবার দুপুরে জেলা সদরের দারোয়ানী টেক্সটাইল এলাকার একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় লিখিত বক্তব্যে মাওলানা আমিন উল্লাহ বলেন, গত ১৬ সেপ্টেম্বর মাদরাসার তিন শিক্ষক ইমামুল ইসলাম, মাওলানা আতাউল্লাহ ও মাওলানা সাজেদুল ইসলাম নেতৃত্ব দিয়ে ছাত্রদের বের করে এনে আমাকে জোড় করে পদত্যাগ করে নেন। এমনকি আমার বিরুদ্ধে ২৩ দফা অভিযোগ তুলে বিব্রত করেন যার একটিরও প্রমান করতে পারবে না। 
বলেন, ৪২ বছর ধরে এই প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করে আসছি একটিও অভিযোগ কেউ করতে পারেনি বরং সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছি। অভিযোগ করেন পরিকল্পিত ভাবে মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি হবিবর রহমান চৌধুরীর ইন্ধনে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। হুমকী, মিথ্যে মামলায় জড়ানোসহ বিভিন্ন ভাবে আমাকে হয়রানীর চেষ্টা করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। সংবাদ সম্মেলনে মাদারাসা পরিচালনা কমিটির প্রাক্তন সদস্য মাসুম কবিরাজ, স্থানীয় বাসিন্দা জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।এ বিষয়ে জানতে চাইলে মাদরাসা পরিচালনা কমেটির সভাপতি হবিবর রহমান চৌধুরীর মুঠোফোনে (০১৯৩৩৬৫১১৪২) কয়েকবার যোগাযোগ করা হলেও রিসিভ না হওয়ায় তার কোন মন্তব্য জানা যায়নি।
সঙ্গে ছবি আছে 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat