×
  • প্রকাশিত : ২০২৪-১২-১২
  • ৮০ বার পঠিত
রাঙ্গাবালী (পটুয়াখালী) সংবাদদাতা
পটুয়াখালীর রাঙ্গাবালীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলার আয়োজন করা হয়।
রাঙ্গাবালী উপজেলা ক্রীড়া ও সমাজকল্যান ক্লাব এ আয়োজন করেন। এতে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের ফুলখালী আহনাদ একাদশ এবং কাউখালী যুবসংঘ একাদশের মধ্যে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রতিদ্বীতাপূর্ণ এ খেলা গোল শূন্য অবস্থায় শেষ হয়। পরে টাইব্রেকারে ৪-২ গোলের ব্যবধানে চ্যাম্পিয়ন হয় কাউখালী যুবসংঘ একাদশ। আর রানার্সআপ হয় ফুলখালী আহনাদ একাদশ।  
খেলা শেষে পুরষ্কার হিসেবে চ্যাম্পিয়ন যুবসংঘ একাদশকে একটি ফ্রিজ এবং রানার্সআপ হিসেবে আহনাদ একাদশকে ৩২ ইঞ্চির একটি এলইডি টিভি তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, রাঙ্গাবালী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজী, রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারৎ হোসেন, পটুয়াখালী জেলা বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক আবুল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মিজানুর রহমান নান্নু, উপজেলা যুবদলের   আহ্বায়ক  আসাদুজ্জামান অরুন মীর, উপজেলা যুবদলের সদস্য সচিব নিয়াজ আকন, উপজেলা ক্রীড়া ও সমাজকল্যান ক্লাবের সভাপতি জাহিদ হাসান সাগর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার সজিব মল্লিক, রাঙ্গাবালী প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা ক্রীড়া সমাজকল্যান ক্লাবের উপদেষ্টা কামরুল হাসান প্রমুখ।   
এদিকে, ফুটবল খেলা শুরু হওয়ার আগে রাঙ্গাবালীতে একটি খেলার মাঠের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলায় কোন খেলার মাঠ না থাকায় এ কর্মসূচির আয়োজন করেন রাঙ্গাবালী উপজেলা ক্রীড়া ও সমাজকল্যান ক্লাব। এতে খেলায় অংশ নিতে আসা খেলোয়াড় এবং ওই ক্লাবের সদস্যরা অংশ নেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat