×
  • প্রকাশিত : ২০২৪-১২-১৪
  • ৪৪ বার পঠিত
বরগুনা প্রতিনিধি:
বরগুনার বেতাগীতে জমি বিরোধ কেন্দ্র করে হত্যা" মামলা করলে তুলে নিতে বাঁদিকে হুমকি" জীবনে নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি , বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। শুক্রবার (১৩ ডিসেম্বর ২৪) সকাল দশটায় জাতীয় সাংবাদিক সংস্থা বরগুনা জেলা কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী রায়হান মল্লিক লাভলু ও রেনু বেগম জানান মসজিদের ওকফকৃত ও মালিকানা পৈতৃক রেকর্ডিও কবলা জমি দখলে বাধা দেয় । হত্যা মামলা তুলে নিতে বাঁদিকে প্রাণনাশের হুমকি দেয় । জীবনে নিরাপত্তা চেয়ে দুই ভুক্তভোগী পরিবার একই ব্যক্তিদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করে। অভিযোগকারীরা হলেন রায়হান মল্লিক লাভলু ও রেনু বেগম। তারা জানায় অভিযুক্ত বজলু মল্লিক, রফিক মল্লিক, রোহান মল্লিক, শাওন মল্লিক, রাজিব, সালাউদ্দিন খান ও তাদের সহযোগীরা। একজোট হয়ে বেতাগী উপজেলার, সদর ইউনিয়নের, দক্ষিণ ভোলানাথ পুর গ্রামের জমির মালিক আব্দুস সাত্তার মল্লিকের ছেলে রায়হান ওরফে লাভলু মল্লিক ২নং বেতাগী সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দক্ষিন ভোলানাথপুর গ্রামের স্থায়ী বাসিন্দা। তিনি বলেন উল্লেখিত অভিযুক্তরা আমার চাচা। আমার, আমার পিতা ও মাতার এবং পূর্ব-পুরুষের জমি-জমা বিনা বণ্টনে জোরপূর্বক ভোগদখল করিতেছে, আরও কিছু জমি জোরপূর্বক ভোগদখলের চেষ্টা করিতেছে। তাদের কাছে জমি বুঝিয়া পাওয়ার কথা বললে আজ-কাল বলে ঘুড়াইতে থাকে এবং তাহারা আমার ও আমার মায়ের সাথে প্রতিনিয়তই খারাপ আচরণ করে ও আমাদেরকে খুন-যখমের হুমকি দেয়। ভোলানাথপুর জে.এল.নং- ১২, দাগ নং- ৫৫, জমির পরিমানঃ ১২ শতাংশ। খতিয়ান নং- ১৩০, দাগ নং- ৭৪, জমির পরিমানঃ ২২ শতাংশ। খতিয়ান নং- ১৫৮, দাগ নং- ৪৫০, জমির পরিমানঃ ৪.৫০ শতাংশ। খতিয়ান নং- ৩১, দাগ নং- ৭১, ৭২, ৫১৪, ৭২২, জমির পরিমানঃ ১১০ শতাংশ। খতিয়ান নং-১৪, ১৫, ৩৪, ১১১, ১২৬, জমির পরিমান ১২০ শতাংশ। জে.এল.নং- ২৩, খতিয়ান নং- ১২৩৫ ও ১২৩৬, জমির পরিমানঃ ৪০ শতাংশ জমি জোর পূর্বক দখলের চেষ্টা করে অভিযুক্ত ব্যক্তিরা। বাধা নিষেধ করলে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে, এবং খুন জখমের হুমকি দেয়। এমতাবস্থায় ভুক্তভোগী রায়হান মল্লিক জীবনের নিরাপত্তা চেয়ে বেতাগী থানায় সাধারণ ডায়রি করে যাহার জিডি নং ৮৩০ । থানার তদন্তকারী কর্মকর্তা জিডি তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে আসামিদের বিরুদ্ধে বেতাগী থানার নন এফ আই আর প্রশিকিউশন নং ৩০/২৪ ধারা ১০৭/১১৭(গ) কোর্টে দাখিল করে। এছাড়াও উল্লেখিত ব্যক্তিদের বিরুদ্ধে রয়েছে এলাকার অসহায় ধলু মৃধাকে হত্যা করার মামলা। ধলুর স্ত্রী জানান জমি জমাকে কেন্দ্র করে তার স্বামীকে হত্যা করে রফিক মল্লিক গংরা, এবিষয়ে বেতাগী থানায় মামলা দায়ের করেন মামলা নং ০১ ধারা ৩২৪,৩০৭,৩০২,১১৪ । মামলাটি হওয়ার পর থেকেই আসামিরা তাকে মামলা তুলে নিতে বিভিন্ন সময়ে খুনের হুমকি দেয়। তাদের কথায় মামলা তুলে না নিলে গত ০৯ ডিসেম্বর ২০২৪ বিকাল সাড়ে চারটায় ধলুর সন্তান ও তার স্ত্রীসহ পরিবারের লোকজনকে মেরে ফেলবে মর্মে হুমকি দিয়া চলিয়া যায়, এব্যাপারে রেনু বেগম বাদী হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে বেতাগী থানায় সাধারণ ডায়রি করে যাহার জিডি নং ৩৫১ তারিখ ০৯ ডিসেম্বর ২০২৪ ইং তাতেই সীমাবদ্ধ নয় অভিযুক্তরা মসজিদের নামে দেয়া ওকফা জমি তাও দখল করেছে । ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে ন্যায় বিচার প্রার্থনা করেন। তবে এ ব্যাপারে অভিযুক্ত বজলুর রহমানের কাছে জানতে চাইলে তিনি ঘটনা স্বীকার করলেও ক্যামেরার সামনে বলতে রাজি হননি। বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান বলেন এবিষয় থানায় সাধারণ ডায়েরি হয়েছে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat