×
  • প্রকাশিত : ২০২৪-১২-১৬
  • ৬৮ বার পঠিত
মোঃ জয়নাল আবেদিন জয়, রাজশাহী জেলা প্রতিনিধি

মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষ্যে রাজশাহী জেলা পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। 

১৬ ডিসেম্বর ২০২৪ সোমবার দিনের শুরুতে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা প্রশাসকের কার্যালয়, রাজশাহীতে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন রাজশাহী জেলা পরিষদের  প্রশাসক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো: আক্তার জামীল। তিনি "দৈনিক সোনালী কন্ঠ "কে বলেন,
'২৬শে মার্চ, ১৬ই ডিসেম্বর, আমাদের দেশের ইতিহাসের সাথে এই দিনগুলো জড়িত। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যদি এই দিনগুলো সম্পর্কে জানতে না পারে, কীভাবে জাতি এই দিনগুলো উদযাপন করে তা না দেখতে পায়, তাহলে দেশের প্রতি তাদের সেই ভালোবাসা, মমত্ববোধ গড়ে উঠবে না।
 বিশেষ এই দিনগুলোতে সন্তানদের এখানে নিয়ে আসা আমাদের দায়িত্ব। কেননা এখানে আসার পর এই বিশাল আয়োজন দেখে তাদের মধ্যে কৌতুহল তৈরি হবে দেশের ইতিহাস সম্পর্কে জানার, আর যখন তারা দেশের ইতিহাস সম্পর্কে জানতে পারবে, তখন দেশের প্রতিও তাদের ভালোবাসা ও সম্মানবোধ জাগ্রত হবে। 

এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মু. রেজা হাসানসহ জেলা পরিষদের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat