×
  • প্রকাশিত : ২০২৪-১২-১৯
  • ৬৪ বার পঠিত
মাসুদ রানা, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ব্রিজে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী (শিক্ষার্থী) নিহত হয়েছেন। বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় এই দুর্ঘটনা ঘটে।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহতরা হলেন- মুন্সিগঞ্জের গজারিয়া থানার মো. আলম শেখের ছেলে আশরাফুল আলম (১৭) এবং সেলিম মিয়ার ছেলে অসিম (১৮)।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মেঘনা ব্রিজের মাঝামাঝি স্থানে দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই তরুণ মারা যান। দুর্ঘটনার পর চালক ট্রাকটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।

নিহত আশরাফুল আলম সোনারগাঁওয়ের মেঘনা স্টার ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী এবং অসিম দাউদকান্দির ড. মোশাররফ হোসেন কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। জানা যায়, তারা দুই বন্ধু সোনারগাঁ ঘুরতে এসেছিলেন এবং বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।

সোনারগাঁও হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোরশেদ জানান, মেঘনা ব্রিজের চট্টগ্রামগামী লেনে সংঘর্ষের ফলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ঘাতক ট্রাক ও চালককে আটক করা সম্ভব হয়নি। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat