শফিউল করিম সবুজ:চকরিয়া
কক্সবাজারের চকরিয়ায় অটো ইট কারখানার মিক্সার মেশিনে আটকা পড়ে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে
বুধবার ১৮ ই(ডিসেম্বর) সন্ধা ৬ টার দিকে চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ড তরছপাড়া এলাকায় প্রকৌশলী কফিল উদ্দিন ও মাষ্টার গিয়াস উদ্দিনের মালিকানাধীন মাস্টারমাইন্ড অটো ব্রিকস ফ্যাক্টেরীতে এঘটনা ঘটে।
নিহতরা হলেন চকরিয়া পৌরসভার ৫নং ওয়ার্ড কাহারীয়াঘোনার রুহুল কাদের সন্তান মোহাম্মদ জিহান(১৮)অন্যজন চকরিয়া ফাঁসিয়াখালী ইউনিয়নের দক্ষিণঘুনিয়া এলাকার মোহাম্মদ শাহিন(১৯)
প্রত্যক্ষ্যদর্শীর জানান প্রতিদিনের মতো কাজ শেষে ব্লক তৈরীর মিক্সার মেশিন পরিষ্কার করার সময় মেশিনের ভেতরে জিহান এবং শাহিন কাজে ব্যস্ত ছিল দুষ্টমির ছলে একজন হাতের পাশে থাকা মেশিনের সুইস চাপ দিলে অসতর্কবসত দুজনই মেশিন আটকা পড়ে যায় এসময় ঘটনাস্থলে দুজন মারা যান। পরে খবর শুনে স্থানীরা নিহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা সাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।
এঘটনায় চকরিয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মনজুর কাদের ভুঁইয়া জানান নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে পরবর্তী কার্যক্রম অব্যাহত আছে।
এ জাতীয় আরো খবর..