×
  • প্রকাশিত : ২০২৪-১২-২১
  • ৫৩ বার পঠিত
জিয়াউল আরেফিন ( সিংগাইর, মানিকগঞ্জ প্রতিনিধি)
মানিকগঞ্জ জেলার সিংগাইর পৌরসভার ৪নং ওয়ার্ড কাংশা এলাকার মডেল টাউনের পূর্বপাশের চকে মৃত ছাদেক আলীর বাড়িতে পুলিশ পরিচয়ে ডাকাতি সংগঠিত হয়েছে। ডাকাত দল নগদ এক লক্ষ আশি হাজার টাকা, এক লক্ষ টাকার স্বর্ণালংকারসহ দামি ৩টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী পরিবার জানায়, বৃহস্পতিবার, (১৯ ডিসেম্বর)  সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘরের বারান্দার গেট খোলা রেখে পরিবারের লোকজন টিভি দেখছিল। এ সময় পুলিশের পোশাক পরিহিত একজন, সিভিলে দুইজন ঘরে ঢুকে সাদেকের নামে ইয়াবা বিক্রির অভিযোগ তুলে ঘর তল্লাশি শুরু করে। একপর্যায় পরিবারের লোকজনের জিজ্ঞাসায় তারা নিজেকে ডাকাত বলে পরিচয় দিয়ে সবাইকে জিম্মি করে নগদ এক লক্ষ আশি হাজার টাকা,স্বর্ণালংকার,৩টি দামি মোবাইল নিয়ে গৃহকর্ত্রীর মেয়ে রূপাকে (২৪) মাথায় আঘাত করে ডাকাতরা সটকে পড়ে। পরে ভিকটিমের পরিবার ডাকাত বলে  ডাক-চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। ততক্ষণে ডাকাতরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশের উপ-পরিদর্শক মো.আমিনুল ইসলাম  ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে সিংগাইর থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামান বলেন, পুলিশের জ্যাকেট পরে প্রতারণা করেছে একটি চক্র। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat