×
  • প্রকাশিত : ২০২৪-১২-২১
  • ৬৯ বার পঠিত
সোহরাব বরগুনা প্রতিনিধি:
বরগুনা সদর উপজেলার,বদরখালী ইউনিয়নের ঐতিহ্যবাহী ফুলঝুরি বাজার। এ বাজারটি শুধু স্থানীয়দের বাণিজ্যিক কেন্দ্র নয়, বরং ঐতিহ্য, সংস্কৃতি এবং মানুষের জীবিকা নির্বাহের অন্যতম কেন্দ্রবিন্দু। সম্প্রতি এ বাজারের উন্নয়ন কার্যক্রমে যুক্ত হয়েছে নতুন মাত্রা।
সরকারি এবং স্থানীয় প্রশাসনের উদ্যোগে ফুলজুরি বাজারে চলছে ব্যাপক উন্নয়ন কার্যক্রম। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাজারের প্রধান রাস্তাগুলো পাকা করা, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, কালভার্ট , হিন্দু সম্প্রদায়ের শ্মশান ও মুসলমানদের গণ কবরের যাওয়ার রাস্তার ব্যবস্থা এবং বাজারের আলোকসজ্জা। উন্নয়নের এসব উদ্যোগ এলাকার অর্থনৈতিক প্রবাহ বৃদ্ধি করবে এবং স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের জন্য খুলে দেবে নতুন সম্ভাবনার দুয়ার। আর এসব কিছুই সম্ভব হয়েছে বরগুনার সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম মিঞার উদ্যোগে।
বাজার ব্যবসায়ীরা বলছেন আগে বাজারে আসতে অনেক সমস্যার সম্মুখীন হতে হতো। এখন রাস্তা পাকা হওয়ার কারণে আমাদের ব্যবসার পরিবেশ ভালো হয়েছে।
স্থানীয় ইউপি সদস্যরা বলছেন উপজেলা নির্বাহী কর্মকর্তার সঠিক দিক নির্দেশনায়, ইউপি চেয়ারম্যান এর তৎপরতায় ঐতিহ্যবাহী ফুলজুরি বাজারটি উন্নয়নের কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে , এতে করে সাধারণ জনগণ ও ব্যবসায়ীদের মুখে প্রশংসায় পঞ্চমুখ চেয়ারম্যান ও ইউএনও।
বদরখালী ইউনিয়ন চেয়ারম্যান মতিউর রহমান রাজা বলেন আমাদের লক্ষ্য ফুলজুরি বাজারকে আধুনিক এবং স্থায়ী বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা। এই উন্নয়ন কার্যক্রমের ফলে এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান ফুলঝুরি বাজারের অসমাপ্ত কাজগুলি করে দিয়েছি, ফুলঝুড়ি বাজারের এই উন্নয়ন উদ্যোগ বদরখালী ইউনিয়নের মানুষের জন্য আশার আলো। তিনি বলেন এখনো বাজারে সংকট রয়েছে ডিপ টিউবওয়েল ও কাঁচা বাজারের টল ঘর তাও তিনি নির্মাণের ব্যবস্থা করবেন। এই ঐতিহ্যবাহী বাজার একদিন হয়ে উঠবে আধুনিকতার প্রতীক । এমনটাই জানান উপজেলার এই শীর্ষ কর্মকর্তা। এই ছিল বরগুনার বদরখালী ইউনিয়নের ঐতিহ্যবাহী ফুলঝুরি বাজারের উন্নয়নের গল্প। আশা করা যায়, এই উদ্যোগ এলাকাবাসীর জীবনে আরও উন্নতি বয়ে আনবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat