×
  • প্রকাশিত : ২০২৪-১২-২২
  • ১৩০ বার পঠিত
ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার ঐতিহ্যবাহী নেকমরদ ওরশ মেলা এবার নানা বিতর্কে জড়িয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, মেলায় অশ্লীল নৃত্য প্রদর্শন ও এই কর্মকাণ্ড ঘিরে একটি রমরমা বাণিজ্য গড়ে উঠেছে। এতে মেলার মূল ধর্মীয় ও সাংস্কৃতিক উদ্দেশ্য ক্ষুণ্ণ হচ্ছে বলে মনে করছেন অনেকে।

প্রতিবছর নেকমরদ ওরশ মেলা আয়োজন করা হয় এলাকার মানুষের আধ্যাত্মিক ও সামাজিক যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে। কিন্তু এবারের মেলায় নৃত্য পরিবেশনার নামে অশ্লীল কর্মকাণ্ড চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। রাত ১২ টার পর থেকে গভীর রাত পর্যন্ত এসব নৃত্য প্রদর্শিত হচ্ছে, যা দেখতে দূর-দূরান্ত থেকে নানা বয়সের লোকজন জড়ো হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই অশ্লীল নৃত্যের ফলে যুব সমাজের মধ্যে নেতিবাচক প্রভাব পড়ছে। অনেক অভিভাবক তাদের সন্তানদের মেলায় যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছেন। এলাকার একজন প্রবীণ ব্যক্তি কাইয়ুম মিয়া বলেন, "এই মেলা আমাদের সংস্কৃতির অংশ, কিন্তু এখন এর সাথে যে ধরনের কার্যকলাপ যোগ হচ্ছে, তা সমাজে অসন্তোষ সৃষ্টি করছে।"

মেলার আয়োজক কমিটির সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তারা ফোন ধরছে না। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক জন জন জানিয়েছেন, কিছু অসাধু ব্যবসায়ী ও সাংবাদিক মেলা পরিচালনা পর্ষদে থাকায় এই বিষয়ে কেউ মূখ খুলতে নারাজ। জানা যায় উপরমহলের আশির্বাদেই মেলায় অশ্লীল নৃত্য চলছে।

রানীশংকৈলের অভিজ্ঞ মহল মতে ,"আমরা চাই মেলা তার ঐতিহ্য অনুযায়ী শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে অনুষ্ঠিত হোক।"

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। তারা মনে করছেন, মেলার প্রাচীন ঐতিহ্য রক্ষা করতে হলে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড বন্ধ করা জরুরি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat