×
  • প্রকাশিত : ২০২৪-১২-২২
  • ৭৪ বার পঠিত
মানিকগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ মোবারক হোসেন

মানিকগঞ্জে সাটুরিয়া উপজেলা নিরাহী অফিসার মো. ইকবাল হোসেন রাতের আধারে ছিন্নমুল ও শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেছেন।

শুক্রবার রাতে বালিয়াটি জমিদার বাড়ি, পশ্চিম চালা এলাকা, সাটুরিয়া হাসপাতাল রোড এবং কালুশাহ মাজার এলকায় এই কম্বল বিতরণ করেন। এসময় সড়কে থাকা ভাষমান মানুষ হাতে গরম কম্বল পেয়ে তারা খুব খুশী হন।

বালিয়াটি বাজারের পান দোকানদার মুক্তার হোসেন কম্বল পায়ে বলেন, আমি রাত দশটা এগারোটা পর্যন্ত পান বিক্রি করি।এই শীতে কম্বল খানা পেয়ে আমার যেমন উপকার হয়েছে তেমনি রাস্তার পাশে ঘুমিয়ে থাকা মানুষগুলোরও আরো বেশি উপকার হয়েছে।

সাটুরিয়া উপজেলা নিরাহী অফিসার মো. ইকবাল হোসেন বলেন, মানিকগঞ্জ জেলা পরিষদ থেকে ৩ শতাধিক কম্বল হাতে পেয়েছি। এখন শীতের তীব্রতা বেশি হওয়ার দরুন অসহায় দুস্থ মানুষের মাঝে কম্বলগুলো বিতরণ করছি এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অধীনে ৩ লক্ষ টাকার কম্বল কেনা হচ্ছে। সেগুলি হাতে পেলে অগ্রাধিকার ভিত্তিত্বে দুস্থ্য ও গরীব মানুষের মাঝে, বিভিন্ন এতিম খানা, মাদ্রসায় ও উপজেলার যে কোন সংগঠন ও ব্যক্তির মাঝে বিতরণ করতে পারবো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat