জকিগঞ্জ (সিলেট) সংবাদদাতা:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জকিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত। বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে উপজেলা ডাকবাংলো প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জকিগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুক আহমদের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সেলিম আহমদ, আহ্বায়ক কমিটির সদস্য শাহিন আহম্মদ শিপু, শামীম আহমদ, আহমদ আল কবির, রুহুল আমিন রুহেল, পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাজেদ আহমদ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা যুবদলের অন্যতম নেতা হাসনাত আহমদ, শাহাদাত হোসেন সুমন, রাহিম হোসেন, আফজাল হোসেন (১), ফয়সাল আহমদ, আফজাল হোসেন (২), মিসবাহ উদ্দিন, ইফতেখার আহমদ রাশেদ, নাজমুল ইসলাম, কামরুল হাসান লস্কর প্রমুখ।
আলোচনা সভা বক্তারা বলেন, ‘দুর্নীতি ও দুর্বৃত্তায়নমুক্ত বাংলাদেশ গড়তে হলে তারেক রহমানের বিকল্প নেতৃত্ব নাই। আজ তার সুদৃঢ় নেতৃত্বের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব। তার নেতৃত্বে জাতি ঐক্যবদ্ধ ছিল। এজন্য বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারী হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। তিনি কোনো অন্যায়ের সঙ্গে আপস করেননি। আগামীতেও করবেন না। আমরা বিশ্বাস করি তারেক রহমান যখন বাংলাদেশের মাটিতে পা রাখবেন, তখন বাংলাদেশের মানুষের যে আশা-আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা- তা পূরণের মাধ্যমে তিনি বাংলাদেশের প্রত্যেকটি মানুষের মণিকোঠায় স্থান করে নেবেন।’
এ জাতীয় আরো খবর..