×
  • প্রকাশিত : ২০২৪-১২-২৮
  • ৯৪ বার পঠিত
গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ০৬ জন আসামী গ্রেফতার করা হয়.
সানোয়ার ইসলাম মামুন ময়মনসিংহ


প্রতিনিধি 
এসআই(নিঃ)  ওমর ফারুক রাজু কোতোয়ালী মডেল থানা ময়মনসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া চুরি  মামলার আসামী ১। মোঃ রুবেল (৩০), পিতা-মোঃ সাত্তার মিয়া, মাতা-ফিরোজা খাতুন, সাং-শম্ভুগঞ্জ পশ্চিম বাজার, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে শম্ভুগঞ্জ  এলাকা হইতে গ্রেফতার করা হয়।

এসআই(নিঃ) জসীম উদ্দিন কোতোয়ালী মডেল থানা ময়মনসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া নিয়মিত বিশেষ ক্ষমতা মামলার আসামী ১। রুবেল হাসান শামীম (৩০),  পিতামৃত-নাজিরুল হক সেন্টু, মাতা-বেবী আক্তার, সাং-কাচিঝুলি, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে কাচিঝুলি এলাকা হইতে গ্রেফতার করা হয়। এসআই(নিঃ) মোজাম্মেল হোসেন কোতোয়ালী মডেল থানা ময়মনসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ তাজুল ইসলাম জুয়েল (৪৪), ময়মনসিংহ জেলা তাঁতীলীগের সমর্থক, পিতা-মোঃ সেকান্দর আলী, মাতা- সুরাইয়া বেগম, সাং-১১৫/২ চরপাড়া বাইলেন, ২। মোঃ হাবীবুর রহমান হাবীব (৩৮), ৩৩ নং ওয়ার্ড কৃষকলীগের সমর্থক, পিতা-মোঃ জহিরুল ইসলাম, মাতা-মোছাঃ জোবেদা খাতুন ,সাং- চরগোবদিয়া, ওয়ার্ড নং ৩৩, থানা- কোতোয়ালী মডেল, জেলা –ময়মনসিংহদ্বয়কে কাঠগোলা এলাকা হইতে গ্রেফতার করা হয়। ইহাছাড়াও এএসআই (নিঃ) রজব আলী ও রাকিবুল ইসলাম থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০২ জিআর পরোয়ানা তামিল করেন। 
পরোয়ানা ভূক্ত আসামীদ্বয়ের নাম ঠিকানা-
১। শহিদুল (৪৫), পিতা-রমজান আলী, সাং-শষ্যমালা কানাপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ
২। মোঃ রাসেল, পিতামৃত-মিন্টু মিয়া, সাং-বলাশপুর কসাইপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat