এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা ব্রাহ্মণপাড়া সদরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শফিউল্লাহ নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত আনুমানিক ৬ টায় উপজেলা সদরের দক্ষিণ ব্রাহ্মণপাড়া খানকা শরীফের পাশে ঘটনাটি ঘটে।
নিহত শফিউল্লাহ (১৮) জেলার ব্রাক্ষনপাড়া উপজেলা সদরের দক্ষিণ ব্রাক্ষনপাড়া এলাকার এরশাদ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ক্রিকেট খেলার বেট নিয়ে ব্রাহ্মণপাড়া সদরে ডাব বিক্রেতা এরশাদ মিয়ার ছোট ছেলে সানাউল্লাহ সাথে একই এলাকার জহিরুল ইসলাম এর ছেলে হৃদয়ের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে হৃদয় সানাউল্লাহকে চর থাপ্পড় মারে। এ নিয়ে সানাউল্লাহ বড় ভাই শফিউল্লাহ কয়েকজন লোক নিয়ে বিষয়টি জানতে গেলে হৃদয়ের নেতৃত্বে ৭-৮ জন ছেলে শফিউল্লাহকে দাঁড়াল ছুরি দিয়ে পেটের বিভিন্ন জায়গায় উপর্যুপরি আঘাত করলে ঘটনাস্থলে শফিউল্লাহ মাটিতে লুটে পড়ে যায়। পরে ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজন শফিউল্লাহকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা অবনতি দেখে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শফিউল্লাহকে মৃত ঘোষণা করে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
এ ব্যপারে মৃত সফিউল্লাহ এর বাবা এরশাদ মিয়া বলেন, আমার নিরিহ ছেলেকে পরিকল্পিত ভাবে হৃদয় ও তার সহযোগীরা ছুরি দিয়ে আঘাত করে হত্যা করে আমি তার সুষ্ঠু বিচার চাই।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন জানান, চিকিৎসাধীন অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে সফিউল্লাহ মারা যায়। আমি ঘটনাটি শোনার পর তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছি। খুব দ্রুতই এঘটনার সঙ্গে জড়িতদের সনাক্ত করে তাদেরকে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।
এ জাতীয় আরো খবর..