সাংবাদিক :শ্যামল কুমার মন্ডল
বর্ষবরণের জন্য মনোরম সাজে সজ্জিত হচ্ছে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার তারালী মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয়টি ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত।জন্মলগ্নের পর থেকে প্রতিষ্ঠানটি সুনামের সাথে শিক্ষাদান করে চলেছে। আনন্দঘন পরিবেশের মাধ্যমে বিভিন্ন দিবস গুলো উদযাপন করে। তার ধারাবাহিকতায় সুন্দরভাবে সাজানো হচ্ছে বিদ্যালয়ের ক্যাম্পাস। মিজানুর রহমান চন্দন ও আরিফুজ্জামান স্যারের নেতৃত্বে চলছে বর্ষবরণের প্রস্তুতি। দেয়ালে শোভা পেয়েছে ছাত্র-ছাত্রীদের দিয়ে তৈরি করা কাগজের শিল্প কর্ম। আঙিনা চত্বরে লেখা হয়েছে HAPPY NEW YEAR. তাছাড়া মাটির তৈরি কলসের গায়ে আঁকানো হয়েছে বিভিন্ন ফুল ও ফলের ছবি। শিক্ষার্থীরা আশা করে আগামী বছরটি তাদের জীবনে সুখ ও সমৃদ্ধিতে ভরে যাবে। সঞ্চার হবে নতুন আশা। সুরভিত বাতাস বইবে আমাদের দেশে। এগিয়ে যাবে দেশ, এগিয়ে যাবে দেশের শিক্ষাঙ্গন।
এ জাতীয় আরো খবর..