×
  • প্রকাশিত : ২০২৫-০১-০২
  • ৫১ বার পঠিত
হানিফ রানা,নোয়াখালী প্রতিনিধি :
ছাত্র-জনতার আন্দোলনের সময় থানা  থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্রসহ তিন যুবককে গ্রেফতার করেছে যৌথ বাহিনী , বাকির পলাতক, সোমবার রাত দুই টায়  উপজেলার নদনা ইউনিয়নে   এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি শটগান ১৫ রাউন্ড এমনিঈশান উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন নদনা  ইউনিয়নের শাকতলা এলাকার সাইমুন ২০,  তুহিন  ২০, রায়হান ২১  তারা তিন বন্ধু। জানাজায় ৫ আগস্ট সোনাইমুড়ি থানার লুট ও অগ্নি সংযোগের ঘটনা ঘটে , গ্রেফতার কৃতরা সে দিন থানা থেকে বন্ধু বান্ধব সহ এসব আগ্নেয়াস্ত্র লুট করে নেয়,সোমবার  রাত দুইটায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন  অর্নবের নেতৃত্বে একটি টিম নদোনা অভিযান পরিচালনা করে ৩  বন্ধুকে গ্রেফতার  ও লুট হওয়া আগ্নেয়াস্ত উদ্ধার করেন। তাদের স্বীকারোক্তিতে জায়গের আরো কয়েকজন তাদের সাথে ছিলেন , শিমুল,সৈকত,ছোটন সহ তারা আগে ও ডাকাতি, সন্ত্রাসী  মামলার আসামি, 
সোনাইমুড়ি  থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি  মোরশেদ আলম বলেন ৫ আগস্ট জেলার  সোনাইমুড়ি থানায়  দুর্বৃত্তরা  হামলা চালিয়ে পুরো থানা পুড়িয়ে দেয়  তখন থানা থেকে আগ্নেয়াস্ত গোলাবারুদ লুট  করে নিয়ে যায়  , পরবর্তী সময়ে পুলিশ ও   সেনাবাহিনীর  যৌথ অভিযানে  অধিকাংশ অস্ত্র ও গোলাবারুদ পাওয়া গেলেও  এখন ও কিছু কিছু অস্ত্র পাওয়া যায়নি ,  কিং মোজাম্মেল  এর বাহিনীর  সাইমুনের বাসায় পাওয়া এই অস্ত্র এবং গোলাবারুদ  সেই ৫  আগস্টে লুটকরা থানার অস্ত্র ,  শিমুল, সৈকত  ছেটন সহ বাকিরা পলাতক আছে, আর্মী ক্যাম্পের   অধিনায়ক লেফটেনডেন্ট কর্নেল রিফাত আনোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেফতার কৃতরা  জিজ্ঞাসাবাদে সব কিছু স্বীকার করেছে  , আগ্নেয়াস্র  সহ তাদের সোনাইমুড়ী থানায় দেওয়া হয়েছে , তাদেরকে আদালতের মাধ্যমে  কারাগারে প্রেরণ করা হবে, বাকি সহযোগীদের কে ও গ্রেফতারের চেষ্টা  চলছে । 
হানিফ রানা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat