×
  • প্রকাশিত : ২০২৫-০১-০৪
  • ৬৭ বার পঠিত
মাসুদুর রহমান, কিশোরগঞ্জ
বৃহস্পতিবার ২ জানুয়ারি  সন্ধা সাড়ে ৬টার দিকে তিনি ঢাকায় পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

কবির উদ্দিন আহমেদের কিশোরগঞ্জ জেলার  করিমগঞ্জে উপজেলার নিয়ামতপুরে জন্মগ্রহণ করেন। তিনি মহান মুক্তিযুদ্ধের সময় কোম্পানি কমান্ডার হিসাবে দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালের ১৭ ডিসেম্বর তার নেতৃত্বে কিশোরগঞ্জ জেলা হানাদার মুক্ত হয়।

মুক্তিযুদ্ধের পরে রাজনীতিতে আসার আগে তিনি শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে তিনি রাজনীতিতে আসেন। জাতীয়তাবাদী দল বিএনপি'র তিনি করিমগঞ্জ উপজেলার প্রতিষ্ঠাতা সভাপতি ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ছিলেন। তিনি ব্যাক্তিগত জীবনে অত্যন্ত  সজ্জন ব্যাক্তি ছিলেন।দলমত নির্বিশেষে তিনি সকলের পরম শ্রদ্ধার পাত্র ছিলেন।ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে কিশোরগঞ্জ-৪ (করিমগঞ্জ-তাড়াইল) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৯১ সালের পঞ্চম ও ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে নির্বাচন করেন।

কবির উদ্দিন আহমেদের মৃত্যুতে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান, জেলা বিএনপির সভাপতি মো: শরিফুল আলম, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, জেলা জামায়াতের আমির অধ্যাপক রমজান আলী সহ নানা দল মত সহ কিশোরগঞ্জের আপামর জনতা শোক প্রকাশ করেছেন।সকলেই শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাঁর রুহের মাগফেরাত কামনা করেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat