×
  • প্রকাশিত : ২০২৫-০১-০৪
  • ৬৬ বার পঠিত
হাফজিুর রহমান সাতক্ষীরা প্রতনিধিি :
দেবহাটায় ৩টি বিদেশি পিস্তলসহ 
আসাদুল গাজী নামের এক ব্যক্তিকে আটক করেছে 
জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাতে দেবহাটার 
কুলপুকুর মোড় এলাকা হতে তাকে আটক করা হয়। 
আটক আসাদুল গাজী (৩২) দেবহাটা উপজেলার 
কালাবাড়িয়া গ্রামের মৃত জাফর গাজীর ছেলে। 
সাতক্ষীরার পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান, 
কুলপুকুর এলাকায় অবৈধ অস্ত্র কেনাবেচা হচ্ছে, 
এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় জেলা 
গোয়েন্দা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে 
দু’জন ব্যক্তির মধ্যে একজন পালিয়ে যায়। অপরজন 
আসাদুলকে আটক করে পুলিশ। পরে তার পরিহিত 
জ্যাকেট থেকে ২টি ও প্যান্টের পকেট থেকে ১টি 
বিদেশি পিস্তল,৬ টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলি উদ্ধার 
করা হয়। আটক আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে 
মামলা দিয়ে দেবহাটা থানায় সোপর্দ করা হয়েছে 
বলে জানান পুলিশ সুপার। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat