ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও জেলায় সম্প্রতি ১, ২ এবং ৫ টাকার কোয়েন ও নোটের ঘাটতি তীব্র আকার ধারণ করেছে। এই সংকটের কারণে সাধারণ জনগণ এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের দৈনন্দিন লেনদেন করতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ছোট দোকান, রিকশা ভাড়া কিংবা হাটবাজারে খুচরা টাকার অভাবে প্রায়ই ক্রেতা-বিক্রেতাদের মধ্যে তর্ক-বিতর্ক লেগেই থাকছে।
স্থানীয় দোকানদাররা জানিয়েছেন, ব্যাংক থেকে পর্যাপ্ত পরিমাণে খুচরা টাকা পাওয়া যাচ্ছে না। এর ফলে তারা ক্রেতাদের সঠিক ভাঙতি দিতে পারছেন না। অন্যদিকে, রিকশা চালকরাও জানিয়েছেন যে, ভাড়া দেওয়ার সময় যাত্রীদের সাথে প্রায়ই ঝামেলা পোহাতে হচ্ছে। শহরের আর্ট গ্যালারী মোড়ের ছোট পান ও চায়ের দোকানদার ডালু জানান, খুচরা টাকার অভাবে প্রায় ক্রেতাদের সাথে ঝগড়া বিবাদ লেগে রয়েছে। প্রয়োজনে ক্রেতাদের চকলেট নতুবা পান, সিগারেট ধরিয়ে দিতে হচ্ছে।
স্থানীয় অর্থনীতিবিদদের মতে, বাজারে কোয়েন ও খুচরা নোটের সঠিক সরবরাহ নিশ্চিত না হওয়া, পাশাপাশি সাধারণ মানুষের কোয়েন ব্যবহার না করার প্রবণতাও সংকটের একটি বড় কারণ। কেউ কেউ আবার কোয়েন সংগ্রহ করে রাখার প্রবণতাকে দায়ী করেছেন। এ পরিস্থিতি লেনদেনের সময় অস্থিরতা সৃষ্টি করছে এবং ক্ষুদ্র ব্যবসা কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলছে।
ঠাকুরগাঁওয়ের স্থানীয় ব্যাংকগুলোকে খুচরা মুদ্রা সরবরাহ নিশ্চিত করার জন্য তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা। পাশাপাশি, জনগণকে সচেতন করে কোয়েন এবং ছোট মুদ্রার সঠিক ব্যবহার বাড়ানোর উদ্যোগ গ্রহণ করা যেতে পারে।
এ সংকট সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষেরা।
এ জাতীয় আরো খবর..