স্টাফ রিপোর্টার:
জনি হোসেন (নীলফামারী), নীলফামারীর ডোমারে সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়ার সার্বিক সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (০৭ জানুয়ারি) দিনব্যাপী ডোমার ভিত্তি বীজআলু উৎপাদন খামারে দুঃস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ ও স্থানীয়দের মাঝে চিকিৎসা সেবা প্রদান এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র বিতরণ এবং বিনামূল্যে ঔষুধপত্র বিতরণে উপস্থিত ছিলেন মেজর নাহিদ বিন হাফিজ, মেজর মোস্তাফিজুর রহমান ও ডোমার ভিত্তি বীজ আলু উৎপাদন খামারের উপ-পরিচালক আবু তালেব মিঞা সহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ।
অনুষ্টানে শতাধিক শীতার্ত মানুষকে কম্বল ও ৩২১ জনকে চিকিৎসা সেবা দেয়া হয়।
এ জাতীয় আরো খবর..