×
  • প্রকাশিত : ২০২৫-০১-১৪
  • ৬৩ বার পঠিত
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধিঃ
ভারতের আসামরাজ‍্য জুড়ে ভোগালি বিহু ও মকর সংক্রান্তি উৎসব পালিত হচ্ছে। আনন্দ উল্লাসের মধ‍্যেই ঘটেছে এক নৃশংস হত‍্যাকান্ড। এই নৃশংস হত‍্যাকান্ডটি ঘটেছে আসামের দেড়গাঁওয়ে। এক ছেলে তাঁর বাবাকে নৃশংসভাবে হত‍্যা করেছে। দেওগাঁওয়ের ভিতরুয়ার রংদালির কাছে থালকিয়ায় এই হত‍্যাকান্ড সংগঠিত হয়। ছেলে ধারালো অস্ত্র দিয়ে তাঁর বাবাকে আক্রমণ করে। আক্রমণে অভিঘাতে তিলেশ্বর গগৈ নামে একব‍্যক্তি প্রাণ হারান। ছেলে সুরেন গগৈ তার বাবা তিলেশ্বর গগৈকে হত‍্যা করে। পুলিশ ইতিমধ্যেই খুনি ছেলে সুরেন গগৈকে গ্রেফতার করেছে। মদের জন‍্য এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। প্রকাশ, তিলেশ্বর গগৈ অবৈধভাবে চুলাই মদ তৈরির সঙ্গে জড়িত ছিলেন। মদের কারণে লোকেরা প্রায়ঃশই পরিবারের সঙ্গে ঝগড়ায় জড়িত থাকত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat