×
  • প্রকাশিত : ২০২৫-০১-১৮
  • ৫৪ বার পঠিত
শফিউল করিম সবুজ:চকরিয়া প্রতিনিধি 
কক্সবাজারের চকরিয়ায় বিয়ের ৮ মাসের মাথায় ছুরিকাঘাতে স্ত্রীকে খুন করেছে পাষন্ড স্বামী। এসময় শাশুড়িকে ছুরিকাঘাতে গুরুতর আহত করা হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড মজিদিয়া মাদ্রাসা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত উম্মে হাফসা তুহি (১৮) ওই এলাকার সাংবাদিক আবদুল হামিদের মেয়ে ও আহত পারভীন আক্তার (৩৮) তার স্ত্রী। ঘাতক শওকত হাসান মেহেদী (২৬) উপজেলার ফাঁশিয়াখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আজম উল্লাহ পাড়ার আবুল হাশেমের ছেলে। সে পেশায় একজন ইলেকট্রিক মেস্ত্রী।

সাংবাদিক আবদুল হামিদ জানান, গত ৮ মাস পূর্বে তার মেয়ে উম্মে হাফসা তুহিকে অপহরণ করে নিয়ে যায় মেহেদী। তারা দুইজনে বিয়ে করলেও কয়েকমাস ধরে তাদের মধ্যে বনিবনা হচ্ছে না। নানাভাবে হয়রানি ও অমানষিক নির্যাতন করে আসছেন স্বামী ও শ^শুর বাড়ির লোকজন। একপর্যায়ে গত ৫ ডিসেম্বর স্বামী মেহেদীর অমানষিক নির্যাতনে সহ্য করতে না পেরে বাপের বাড়িতে চলে আসেন তুহি।
সাংবাদিক আবদুল হামিদ আরও বলেন, শ^াশুর বাড়ির লোকজন মেয়েকে নিতে আসলেও বাড়িতে থেকে যান। শুক্রবার সকালে তুহিকে স্বামী মেহেদী বাড়িতে নিয়ে যেতে চাইলে আমরা বাধা দিই। 
এদিন দুপুরে জুমার নামাজ চলাকালীন মেহেদি অতর্কিত বাড়িতে এসে তুহিকে উপর্যুপরী ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এসময় শ^াশুড়ি এগিয়ে আসলে তাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায় পাষন্ড স্বামী। গুরুতর আহত পারভীন আক্তারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছে কর্তব্যরত চিকিৎসক।

চকরিয়া থানার ওসি মো. মনজুর কাদের ভুইয়া বলেন, ছুরিকাঘাতে হত্যার ঘটনায় লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত পারভীন আক্তারকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতককে গ্রেফতারে পুলিশ মাঠে অভিযানে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat