×
  • প্রকাশিত : ২০২৫-০১-২৫
  • ৫৬ বার পঠিত
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির পালবাড়িতে বাবুল মেম্বরের উপর প্রতিপক্ষের সন্ত্রাসী হামলার ঘটনায় ঝালকাঠি সদর থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে আহত বাবুল মেম্বরের ছোট ভাই যুবদল নেতা মো: বারেক হাওলাদার বাদী হয়ে ঝালকাঠি সদর থানায় একটি মামলা (নং২১) দায়ের করেন। মামলার আসামীরা হলেন, শেখ মুজিব সড়কের মো: চান মিয়ার পুত্র রিয়াজুল ইসলাম রিয়াজ(৪৬) এবং তার পুত্র মো: রাসেল(২৭) রত্তন খানের পুত্র সাবেক কাউন্সিলর ও আওয়ামীলীগ নেতা মো: হুমায়ূন কবির (৫৫), মো: সবুজ খান(৫২) ও সবুজ খানের পুত্র সাকিব খান (২৫), কিফাইত নগরের পনু খানের পুত্র সাবেক কাউন্সিলর শাহ আলম খান ফারসু ও তার ভাই রুবেল খান (২৮ আহম্মদ আলীর হাওলাদারের পুত্র পলাশ হাওলাদার।  
মামলা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে বাবুল মেম্বর ঝালকাঠি শহর থেকে বাড়ি ফেরার পথে পালবাড়ি আকবরী মসজিদের সামনে হাজির হলে কিছু বুঝে ওঠার আগেই প্রতিপক্ষের হামলার শিকার হন। আসামীরা দেশীয় অ¯্র-স¯্র দিয়ে বাবুল মেম্বরকে কুপিয়ে হারকাটা রক্তাক্ত জখম করে সাথে থাকা নগদ  টাকা ও মোবাইল ছিনাইয়া নিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে  চিকিৎসার জন্য ঝালকাঠি সদর হাসপাতালে তাকে ভর্তি করানো হয়েছে।  মো: বাবুল হাওলাদার পার কিফাইত নগরের আরিফিন উদ্দিন হাওলাদারের পুত্র ।
এ ব্যাপারে ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ মো মনিরুজ্জামান জানান, এ বিষয়ে সদর থানায় একটি মামলা দায়ের হেেয়ছে । তদন্ত করে আইনানুগ ব্যবস্থা  গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat