সুজন, শাজাহানপুর বগুড়া
বগুড়ার শাজাহানপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে নাসিম (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে।
রবিবার (২৬ জানুয়ারি) রাত ৯ টার দিকে শাজাহানপুর উপজেলার বনানী শুভেচ্ছা আবাসিক হোটেলের সামনে এঘটনা ঘটে।
নিহত নাসিম শাজাহানপুর উপজেলার শৈলধুঘুরী এলাকার মোহাম্মদ লিটনের ছেলে।
পুলিশ জানায়, নাসিম মোটরসাইকেলে বগুড়া শহরের দিকে যাচ্ছিল।
ঢাকা রংপুর মহাসড়কের রংপুর গামী লেনের উপর ট্রাকের যাহার রেজি: নং বগুড়া-ট-১১-১৫৮২ এর
অজ্ঞাতনামা চালক দ্রুত বেপরোয়া গতিতে গাড়ি চালাইয়া একটি নাম্বার বিহীন মোটরসাইকেলে পার্শ্ব থেকে ধাক্কা দিলে মোটরসাইকেল চালক কিশোর নাছিম(১৬) ছিটকে পড়ে গুরুতর জখমপ্রাপ্ত হয় এবং ঘটনাস্থলে মৃত্যু হয়।
শাজাহানপুর থানার অফিসার
ইন চার্জ(ওসি) ওয়াদুদ আলম
সত্যতা নিশ্চিত করেছেন।
কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ারুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ জাতীয় আরো খবর..