বঙ্গোপসাগরে অপহৃত ১৫ জেলের তিন দিনেও সন্ধান মিলেনি। নতুন করে সাগরে জলদস্যুদের তাৎপরতা বৃদ্ধি পাওয়ায় দুবলার চরের ১১ শতাধিক জেলেদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। অপরদিকে, দুবলা ফিশারম্যান গ্রুপ মঙ্গলবার দুপুরে দুবলারচরে ভিডিও সংবাদ সম্মেলন অপহৃত জেলেদের দ্রুত উদ্দারে স্বরাষ্ট্র উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করছেন।
দুবলার আলোরকোল থেকে রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসিম ফরাজী জানান, রবিবার দিবাগত মধ্যরাতে দুবলার আলোরকোলের জেলেরা সুন্দরবনের মান্দারবাড়িয়ার কাছে বঙ্গোপসাগরে মাছ ধরছিল এ সময় ১০-১২ জনের মজনু-আলীম বাহিনীর স্বশস্ত্র জলদস্যু একটি ফিশিংবোটে করে এসে মাছধরারত জেলেদের উপর হামলা করে। দস্যুরা ১৫ জন জেলেকে তাদের ট্রলারে উঠিয়ে অপহরণ করে নিয়ে যায়। অপহৃত জেলেরা হচ্ছেন, শাহআলম, আজাহারুল ইসলাম, মোঃজাহাঙ্গীর আলম, আরাফাত হোসেন,আলমগীর হোসেন, শাহাজান গাজী, মোঃ রাসেল মোঃ শাহজাহান ঢালী, হাফিজুর রহমান, মোঃ শাহীনুর আলম, ,মতিয়ার সরদার, খান রফিক, রিপন মোড়ল, নুরে আলম, ও নাথন বিশ্বাস। অপহৃত জেলেদের বাড়ী খুলনা সাতক্ষীরা,বাগেরহাটসহ বিভিন্ন এলাকায়। এই জেলেরা দুবলার আলোরকোল চরে অবস্থান নিয়ে সাগরে মাছ ধরে শুঁটকিকরণের কাজ করতো। তিন পার হলেও অপহৃত জেলেদের কোন খোঁজ মেলেনি বা দস্যুরা মুক্তিপণের জন্য কোন ধরনের যোগাযোগ করেনি।
অপরদিকে,দুবলা ফিসারমেন গ্রুপের সভাপতি মোঃ কামাল উদ্দিন আহমেদ মঙ্গলবার দুপুরে দুবলার আলোরকোলে এক ভিডিও সংবাদ সম্মেলনে অপহৃত জেলেদের দ্রæত উদ্ধারে স্বরাষ্ট্র উপদেষ্টার হস্তক্ষেপ দাবী করেছেন। তিনি বলেন, দীর্ঘ বছর পরে নতুন করে বঙ্গোপসাগর ও সুন্দরবনে জলদস্যুদের অপতৎপরতা বৃদ্ধি পাওয়ায় দুবলরচরের ১১ হাজার শুঁটকিকরণ জেলে চরম আতংকের মধ্যে রয়েছেন। জেলেরা এখন সাগরে জাল ফেলতে যেতে সাহস পাচ্ছেনা। জেলেদের জন্য সাগর ও সুন্দরবন দস্যুমুক্ত রাখার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন দুবলা ফিসারমেন গ্রুপের সভাপতি মোঃ কামাল উদ্দিন আহমেদ। এবিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি ইমেইলে পাঠানো হয়েছে বলে কামাল উদ্দিন জানান।
অপরদিকে, বঙ্গোপসাগরে সোমবার সকালে বন্দুক কার্তুজসহ আটক তিন জলদস্যুকে কোষ্টগার্ড মঙ্গলবার দুপুরে শরণখোলা থানায় সোপর্দসহ আলোরকোল কোষ্টগার্ড সিসি মোঃ জাহিদুল ইসলাম বাদী হয়ে শরণখোলা থানায় একটি মামলা দায়ের করেছেন বলে থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ জানিয়েছেন।
পূর্ব সুন্দরবন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নুরুল করীম বলেন, দুবলারচরের অপহৃত জেলেদের উদ্ধারে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য বনরক্ষীদের নির্দেশ দেওয়া হয়েছে।