সুদীপ্ত দাশ,বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী সিরাজুল ইসলাম (ডিগ্রি) কলেজে "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এই প্রতিপাদ্যকে ধারণ করে তারুণ্যের উৎসব -২০২৫ এর আলোকে ১০-৩০ জানুয়ারী পর্যন্ত চলমান কার্যক্রম এর সর্বশেষ আয়োজন তারুণ্যের পিঠা উৎসব ও জুলাই বিপ্লবে নিহত শহীদ পরিবার ও আহতদের নিয়ে আলোচনা সভা আজ বৃহস্পতিবার ৩০/০১/২০২৫ খ্রি. তারিখে কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন এর সভাপতিত্বে ও ইতিহাস বিষয়ের সহকারী অধ্যাপক জনাব আহমেদ হোসেন ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব হিমাদ্রী খীসা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির বিদ্যুৎসাহী সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জনাব শওকত আলম , উপাধ্যক্ষ জনাব মোহাম্মদ মোহসীন উদ্দীন এবং জুলাই বিপ্লবে নিহত শহীদ ওমর বিন নুরুল আবছার এর গর্বিত মা জনাব রুবি আক্তার ও আহতদের মধ্যে জহিরুল ইসলাম, মুহিত হোসেন, ইখলাছুর রহমান, কুতুব উদ্দীন, শাকিল, রনি সরকার, ইমন, আতিকুল ইসলাম, ওবায়দুল্লাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানের আহবায়ক গণিত বিষয়ের সহকারী অধ্যাপক জনাব মোরশেদ আনোয়ার , শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক জনাব শাহেদা বেগম, সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ ইব্রাহীম ও তারুণ্যের পিঠা উৎসব কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। শরীরচর্চা শিক্ষক জনাব হেলাল উদ্দিন মোহাম্মদ সাইফুল ইসলাম টিপু। আলোচনা শেষে শহীদ ওমর বিন নুরুল আবছারের গর্বিত মায়ের হাতে মরণোত্তর সম্মামনা স্মারক তুলে দেওয়া হয় ও কলেজের বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে ১২ টি পিঠা স্টলের উদ্ধোধন করেন প্রধান অতিথি।
এ জাতীয় আরো খবর..