সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ
আসামরাজ্যের নগাঁও জেলা থেকে ব্ল্যাকমেইলিং ও চাঁদাবাজির অভিযোগে এক সাংবাদিক ও তাঁর স্বামীকে গ্রেফতার করেছে মরিগাঁও পুলিশ। সূত্রে প্রকাশ, কুন্দন ভরালি এবং পারমিতা শইকিয়া নামে স্বামী -স্ত্রী জুটি মরিগাঁওয়ের কুমুরগুড়ির বাসিন্দা ধনজিৎ নাথ নামে এক শিক্ষকের কাছে টাকা দাবি করেছিল বলে অভিযোগ। সূত্রের খবর, পিংকু দাস নামে আরেকজন সাংবাদিকের সঙ্গে এই জুটি নাথকে দাবি করা টাকা দিতে ব্যর্থ হলে তাঁর একটি ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এমনকি তিনজনই কুমুরগুড়িতে নাথের বাসভবনে পৌঁছে তাঁকে হুমকি দেয়। শিক্ষকের অভিযোগের ভিত্তিতে, পুলিশ রবিবার (৯ ফেব্রুয়ারি ) মরিগাঁওয়ের জালুগুটি থেকে এই দম্পতিকে গ্রেফতার করে যখন তারা মোট ৫০ হাজার টাকার দাবির অংশ হিসেবে ১০ হাজার টাকা গ্রহন করছিল। ভুক্তভোগী ধনজিৎ নাথের মতে, এর আগে এই দম্পতি তাঁর কাছ থেকে ৫ হাজার টাকা অগ্রিম নিয়েছিলেন।