শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) জেলা প্রশাসন শরীয়তপুর এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সুদীপ্ত ঘোষ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের শরীয়তপুর জেলা অফিসার জনাব সুব্রত ভট্টাচার্য্য, জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক জনাব আবুল হোসেন এবং পুলিশ সদস্যরা।
অভিযানে শরীয়তপুর সদর উপজেলার পালং মডেল থানা মার্কেট এলাকার টুটুল ভাই কাচ্চি নামের একটি খাবারের দোকানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে কাচ্চি বিরিয়ানি প্রস্তুত করা, নিম্নমানের খাদ্য সংযোজক ব্যবহার, লেবেলবিহীন ও নিবন্ধনবিহীন বোরহানি বিক্রি এবং প্রয়োজনীয় ব্যবসায়িক সনদ ও চালানপত্র প্রদর্শনে ব্যর্থতার প্রমাণ পাওয়া যায়।
অভিযানকালে মেয়াদোত্তীর্ণ ও লেবেলবিহীন পণ্য জব্দ করে ধ্বংস করা হয়। পরে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৯ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
একই সঙ্গে প্রতিষ্ঠানকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যথায় নিরাপদ খাদ্য আইন অনুযায়ী মামলা দায়েরের হুঁশিয়ারি প্রদান করা হয় ||