শফিউল করিম সবুজ
স্টাফ রিপোর্টার:
চট্টগ্রামের মিরসরাইয়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের মুসলিম পাড়া এলাকার বাসিন্দা হারেস মাঝি মো. মুরাদ নিহত হয়েছেন।
জানা গেছে, মো. মুরাদ সৌদিয়া মার্সিডিজ নামে একটি যাত্রীবাহী পরিবহনে চাকরি করতেন। রোববার (২৮ সেপ্টেম্বর) ভোর রাত আনুমানিক ৩টার দিকে বাসটি মিরসরাই এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
মো. মুরাদের অকাল মৃত্যুতে তার পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা জানান, তিনি ছিলেন সদালাপী ও অমায়িক স্বভাবের একজন মানুষ। তার এমন অপ্রত্যাশিত মৃত্যুতে এলাকাবাসী গভীরভাবে শোকাহত।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরদেহ গ্রামের বাড়িতে এনে দাফনের প্রস্তুতি চলছে।