মানিকগঞ্জ প্রতিনিধি:
ব্যবসায়ী আব্দুল মালেকের ওপর সন্ত্রাসী হামলাকারী আরিফুল ইসলাম খোকনের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন মানিকগঞ্জবাসী।
রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে শহরের বিজয় মেলার মাঠের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আহত মালেক মানিকগঞ্জ সদর উপজেলার দক্ষিণ সেওতা এলাকার সাইজুদ্দিনের ছেলে। তিনি খেলনা ও বিকাশের ব্যবসার সঙ্গে জড়িত। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযুক্ত হামলাকারী আরিফুল ইসলাম খোকন সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামের রহমত আলীর ছেলে। বর্তমানে তিনি দক্ষিণ সেওতা এলাকায় বসবাস করেন।
ঘটনার পরদিন (২৫ সেপ্টেম্বর) আহত মালেকের ভগ্নিপতি রাকিবুল ইসলাম রাকিব বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ব্যবসায়ী মালেকের কাছে খোকন চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে গত বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বিজয় মেলার মাঠের পূর্বপাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় খোকন মালেকের ওপর হামলা চালায়। হত্যার উদ্দেশ্যে পেটে ছুরিকাঘাত করলে তার নাড়িভুঁড়ি বের হয়ে যায়। এসময় খোকনের সঙ্গে থাকা অজ্ঞাত আরও ১/২ জন ধারালো অস্ত্র দিয়ে মালেকের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে।
এ ঘটনায় হামলাকারীর ফাঁসির দাবি জানিয়ে মানববন্ধনে অংশ নেন আহত মালেকের বাবা সাইজুদ্দিন, ভগ্নিপতি রাকিবুল ইসলাম রাকিব, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান পাভেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আওলাদ হোসেন, সাবেক ছাত্রদল সভাপতি রিয়াজুল ইসলাম খান সজিব, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আসিফুর রহমান খান রামিল, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শামসুদ্দিন আহমেদ বাবুসহ আরও অনেকে।
এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ জানান, ঘটনার দিন রাতেই আসামি আরিফুল ইসলাম খোকনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে আদালত তাকে কারাগারে পাঠান। মামলার তদন্ত চলমান রয়েছে।
এ জাতীয় আরো খবর..