প্রস্তাবিত ফরিদপুর বিভাগে যুক্তকরণের বিরোধে ‘জাগো শরীয়তপুর’-এর বিক্ষোভ–সমাবেশ
শরীয়তপুর | মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর — প্রশাসনিক পুনর্বিন্যাসে কুমিল্লা ও ফরিদপুরকে নতুন বিভাগ করার উদ্যোগের প্রেক্ষাপটে শরীয়তপুরকে ফরিদপুর বিভাগের সঙ্গে না নিয়ে ঢাকা বিভাগেই রাখার দাবি জানিয়ে বিক্ষোভ–সমাবেশ করেছে স্থানীয় নাগরিক প্ল্যাটফর্ম ‘জাগো শরীয়তপুর’।
সংগঠনের নেতাদের ভাষ্যে, ভৌগোলিক দূরত্ব, যোগাযোগব্যবস্থা, শিক্ষা–সংস্কৃতি, চিকিৎসা ও ব্যবসা–বাণিজ্যের দিক থেকে দীর্ঘদিন ধরেই ঢাকার সঙ্গে শরীয়তপুরের নিবিড় যোগাযোগ রয়েছে; পদ্মা সেতু চালুর পর সেই সংযোগ আরও সহজ হয়েছে। তাই শরীয়তপুরকে প্রস্তাবিত ফরিদপুর বিভাগে নেওয়া হলে তা ‘স্থানীয় স্বার্থবিরোধী’ হবে বলে তারা দাবি করেন।
মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের শহীদ মিনার থেকে মিছিল বের হয়ে চৌরঙ্গী মোড়ে গিয়ে অংশগ্রহণকারীরা সড়ক অবরোধ করেন। কর্মসূচিতে জেলা ছাত্রদল, সাবেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলন ও সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ‘জাগো শরীয়তপুর’ জানায়, এর আগে ৮ সেপ্টেম্বর একই দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ পালন করা হয়।
জেলা ছাত্রদলের আহ্বায়ক এইচ. এম. জাকির বলেন, “রাষ্ট্রের সংশ্লিষ্ট প্রতিটি দপ্তরে আমরা স্মারকলিপি দিয়েছি। এখন পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন করছি; কিন্তু এ বিষয়ে যদি আর কোনো বাড়তি পদক্ষেপ নেওয়া হয়, তাহলে আমরা কঠোর থেকে কঠোরতর আন্দোলনে যাব।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির বলেন, “শরীয়তপুরকে জোর করে ফরিদপুর বিভাগে নেওয়ার চেষ্টা করা হলে আমরা তা মানব না। ৫ তারিখে আমাদের গণসমাবেশে গণস্বাক্ষর কর্মসূচি হবে; প্রয়োজনে আইনি লড়াইও করব। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জনগণের মতামত উপেক্ষা করলে আমরা তার বিরোধিতা করব।”
সমাবেশে অংশগ্রহণকারীরা স্লোগান দেন—
“গর্জে উঠো শরীয়তপুর, যাব না গো ফরিদপুর”
“পদ্মা–মেঘনার মোহনা, ফরিদপুরে যাব না।”
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, প্রশাসনিক পুনর্বিন্যাসে কোনো সিদ্ধান্তের আগে জেলার মানুষের মতামতকে গুরুত্ব দিতে হবে এবং শরীয়তপুরকে ঢাকা বিভাগের আওতাতেই রাখতে হবে।