×
  • প্রকাশিত : ২০২৫-১০-০১
  • ২৮ বার পঠিত
নাদিমুল আল তানভীর, কুমিল্লা (উত্তর) প্রতিনিধি:

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার নবমী গতকাল (১ অক্টোবর) কুমিল্লা উত্তর জেলার বিভিন্ন পূজা মণ্ডপে মহাসমারোহে পালিত হয়েছে। ভোর থেকেই জেলার শতাধিক মণ্ডপে ভক্তদের উপস্থিতিতে দেবী দুর্গার পূজা, অঞ্জলি ও ভক্তিমূলক আরাধনা অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী পূজা মণ্ডপগুলোতে ছিল শঙ্খধ্বনি, ঢাক-ঢোলের বাদ্য, উলুধ্বনি ও ভক্তিমূলক সংগীতে মুখরিত পরিবেশ। নবমী পূজায় ভক্তরা দেবীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে পরিবার, সমাজ ও দেশের শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করেন।

কুমিল্লা উত্তর জেলার দেবিদ্বার, দাউদকান্দি, তিতাস, মুরাদনগরসহ বিভিন্ন উপজেলার পূজা মণ্ডপে সকাল থেকেই ভক্তদের উপচেপড়া ভিড় দেখা যায়। প্রতিটি মণ্ডপে ছিল চোখ ধাঁধানো আলোকসজ্জা ও মনোমুগ্ধকর প্রতিমা, যা দর্শনার্থীদের মুগ্ধ করেছে।

পূজার নিরাপত্তা নিশ্চিতে জেলা প্রশাসন, পুলিশ ও আনসার বাহিনীর পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবক দল সার্বক্ষণিক দায়িত্ব পালন করে। এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরাও পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। তাঁদের উপস্থিতিতে ভক্ত ও আয়োজকরা আরও আশ্বস্ত বোধ করেন।

বাংলাদেশ সেবাশ্রম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুকেন সরকার বলেন, "এবারের দুর্গাপূজায় ভক্তদের উপস্থিতি আগের যেকোনো সময়ের তুলনায় বেশি। নবমীতে সবাই আনন্দ, শান্তি ও সৌহার্দ্যের পরিবেশে পূজা উদযাপন করছে। সেনাবাহিনী ও প্রশাসনের সহযোগিতায় পূজা নির্বিঘ্নে সম্পন্ন হচ্ছে।"

আগামীকাল বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হবে সনাতন ধর্মাবলম্বীদের এই শারদীয় দুর্গোৎসব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat