×
  • প্রকাশিত : ২০২৫-১০-০১
  • ১১ বার পঠিত

মুজাহিদ হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রকৌশলীর বিরুদ্ধে গর্ভবতী নারীকে মারধর ও শ্লীলতা হানীর অভিযোগে কঠোর শাস্তি ও অপসরণের দাবিতে স্থানীয়রা মানববন্ধন করেছে। মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে উপজেলা চত্বরের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা জানান, পৌরসভার একটি ময়লার গাড়ি মঙ্গলকোঠা আবাসিক এলাকায় ময়লা ফেলার কারণে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে উপজেলা প্রশাসনের কিছু কর্মকর্তা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। ঘটনা জানার পর ইউএনও শাহরিয়ার রহমান ও পৌর প্রকৌশলী আবদুর সালাম ঘটনাস্থলে গেলে পুনরায় স্থানীয়দের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়।

এ ঘটনায় ভুক্তভোগী আবদুল কুদ্দুসের গর্ভবতী স্ত্রী মোসা. মিতু আক্তার (৩০) ও হবিবর রহমানের স্ত্রী মোসা. সামিরন কে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। মানববন্ধনে সামিরন জানান, “উপজেলা প্রশাসনের লোকজন ময়লা ফেলাতে আসলে আমরা আমাদের বসবাস ও নিরাপত্তার সমস্যা জানাই, তবুও ইউএনও আমাদের কথা না শুনে লাঠি দিয়ে মারধর করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ইউএনও-এর অপসারণ এবং তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পরে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অভিযুক্ত ইউএনও শাহরিয়ার রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, “পৌরসভার লোকজন ময়লা ফেলতে গেলে স্থানীয়রা তাদের সঙ্গে খারাপ আচরণ করেন। আমি ঘটনাস্থলে গিয়ে শান্তিপূর্ণভাবে কথা বলার চেষ্টা করেছি। কেউ মারধর করেনি। এই মানববন্ধন ভুয়া ও মিথ্যা অভিযোগের ভিত্তিতে করা হয়েছে।

স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, প্রশাসন বিষয়টি সতর্কতার সঙ্গে তদন্ত করবে এবং ন্যায়বিচার নিশ্চিত করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat