×
  • প্রকাশিত : ২০২৫-১০-০১
  • ২১ বার পঠিত

“দল যাকে মনোনয়ন দেবে আমরা তার নির্বাচন করবো” – মো. মহিউদ্দিন আহমেদ


মো: নুরুদ্দীন শেখ:


মুন্সীগঞ্জের গজারিয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন আহমেদ বলেন,
“কে মনোনয়ন পেল আর কে পেল না – সেটাই আসল বিষয় নয়। দল যাকে মনোনয়ন দেবে আমরা তাঁর নির্বাচন করবো।”


বুধবার (১ অক্টোবর) বিকাল ৪টা থেকে তিনি গজারিয়া উপজেলার রসূলপুর, ভবেরচর ও বাউশিয়ার ইউনিয়নের একাধিক পূজামণ্ডপে যান এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।


এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব মজিবুর রহমান উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ, সদস্য সচিব আব্দুর রহমান শফিক,সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইদুর ফকির,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য বোরহান উদ্দিন ভূঁইয়া, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আমিনুল ইসলাম জসিম,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইঞ্জি. মুকবুল আহমেদ রতন, সাবেক সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম রনি মাস্টার, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সম্পাদক বাইজিদ শ্রাবণ, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সামি, গজারিয়া উপজেলা যুবদলের আহবায়ক জিএস ওয়াহিদুজ্জামান, ভবেরচর ইউনিয়ন বিএনপি আহৃবায়ক শফিক শিকদার, ভবেরচর ইউনিয়ন বিএনপি যুগ্ম আহৃবায়ক জাকির হোসেন মেম্বার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাহাদী ইসলাম বাবু ও আলী হোসেন, উপজেলা শ্রমিক দলের আহবায়ক জাকারিয়া ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মহিবুল আলম রিফাত, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নাদিম মাহমুদ অপু।


এছাড়াও এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আহবায়ক, সদস্য সচিব, যুগ্ম আহবায়কসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat