×
  • প্রকাশিত : ২০২৫-১০-০৪
  • ৩৫ বার পঠিত
সুজন রায়,মাধবপুর :

হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের জয়পুর গ্রামে রাস্তা দখল করে বেড়া দেওয়ায় অন্তত ১০টি পরিবার গৃহবন্দী অবস্থায় দিন কাটাচ্ছে। এ ঘটনায় স্থানীয় দুই ব্যক্তি আব্দুল গফুর ও সুলেমান মিয়ার বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানান, বহুদিন ধরে গ্রামবাসী যে রাস্তা দিয়ে যাতায়াত করতেন, সম্প্রতি ওই রাস্তা দখল করে তাতে বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেন অভিযুক্তরা। এতে এলাকার নারী, শিশু ও বৃদ্ধরা চরম দুর্ভোগে পড়েছেন। জরুরি প্রয়োজনে কেউ বাইরে যেতে পারছেন না।

ভুক্তভোগীদের অভিযোগ, দুই যুগ ধরে এই রাস্তা দিয়ে চলাচল করা হচ্ছে। তবুও প্রভাবশালী ওই দুই ব্যক্তি জোর করে পথটি দখল করে নিয়েছেন। এতে চলাচলের পাশাপাশি বাড়ির শৌচাগারের নোংরা পানি নিষ্কাশনের রাস্তাটিও আমাদের উঠানের দিকে পথ করে দিয়েছে। ফলে সৃষ্টি হয়েছে অস্বাস্থ্যকর পরিবেশ।

ভুক্তভোগী হাবিব মিয়া বলেন, “আমরা এখন গৃহবন্দী। রাস্তা খুলে দিতে বললেই আমাদের হুমকি দেওয়া হয়। প্রশাসনের দ্রুত ব্যবস্থা প্রয়োজন।”

অভিযুক্ত আব্দুল গফুর ও সুলেমান মিয়ার বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য সোহাগ মিয়া বলেন, “ওরা অত্যন্ত উচ্ছৃঙ্খল প্রকৃতির লোক। বারবার বলার পরও রাস্তা ছাড়ছে না।”

মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মুজিবুল ইসলাম বলেন, “এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক। চলাচলের  রাস্তা দখল করা আইনত অপরাধ। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat