×
  • প্রকাশিত : ২০২৫-১০-০৪
  • ৩১ বার পঠিত
নাদিমুল আল তানভীর, কুমিল্লা (উত্তর) :




কুমিল্লার মুরাদনগরে আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ১৬নং ধামঘর ইউনিয়নের ১নং ওয়ার্ড পূর্বপাড়া ছনুদ্দি হাজির বাড়িতে।

দীর্ঘদিন ধরে একই মায়ের ঘরে জন্ম নেওয়া দুই ভাইয়ের মধ্যে ১০ শতাংশের কিছু অংশ বেশি জায়গা নিয়ে বিরোধ চলে আসছে মৃত মুনাব্বর আলীর দুই ছেলে, মোহাম্মদ ইব্রাহিম (৬০) ও ইসমাইল হোসেন (৫৬) এর মধ্যে। 

ভুক্তভোগী ইব্রাহিমের স্ত্রী নাছিমা আক্তার অভিযোগ করে বলেন, “প্রায় চল্লিশ বছর আগে আমার স্বামী মোহাম্মদ ইব্রাহিম ক্রয়সূত্রে ৭.৬৬ শতাংশ জায়গার মালিক হন। সেখানে আমার দেবর ইসমাইল হোসেন মাত্র ২.৪৪ শতাংশ জায়গার অংশীদার। কিন্তু সে এর চেয়ে বেশি দাবি করে আমাদের জায়গা জোরপূর্বক দখল করেছে। এমনকি ইসমাইলের মেয়ের জামাই   বহিরাগত সন্ত্রাসী এনে টিনের বেড়া দিয়ে আমাদের জায়গায় জবরদখল করে নেয় এবং আমাকে ও আমার সন্তানদের হত্যার হুমকি দেয়।”

ঘটনা সূত্রে জানা যায়, মোহাম্মদ ইব্রাহিমের স্ত্রী নাছিমা বেগম ৪৬৫৮ দাগে বি ৭২৯ নং খতিয়ান মূলে ৩ শতক ভূমির। মোহাম্মদ ইসমাইল বিএস ৯৮১নং খতিয়ান মূলে ৪৬৫৮ দাগের ৩ শতাংশ  ভূমির মালিক ছিল। মোহাম্মদ আলী তার বিএস খতিয়ান অনুযায়ী  ৮ শতাংশ  জায়গার মধ্যে ১শতাংশ জায়গা মোহাম্মদ ইব্রাহিম, মোঃ ইসমাইল, আবুল কালাম এর নিকট  ১ শতাংশ জায়গা বিক্রি করেন। মোহাম্মদ ইসমাইল ১ শতকের আন্দরে ৩ ভাগের এক ভাগ পয়েন্ট ৩৩ শতাংশ বিএস মূলে ৩ শতক সমান ৩.৩৩ শতাংশের মালিক হইয়া এওয়াজ মূলে ৩.৩৩ শতাংশ ইসমাইল হোসেনের বড় ভাই মোহাম্মদ ইব্রাহিমের নিকট হস্তান্তর করেন।  ইব্রাহিমও একই হারে পয়েন্ট ৩৩ শতাংশ মিলিয়ে ৩.৩৩ শতাংশ জায়গার মালিক হয়ে সাবেক ১৩৬১ হালে ৪৬৫৮ দাগে বাড়ি ৬৯ শতাংশের আন্দরে ৬.৬৬  জায়গার মালিক হন ইসমাইলের বড় ভাই মোহাম্মদ ইব্রাহিম। পরে ৪৬৫৫ দাগে মোজাফর আলীর কাছ থেকে ১ শতাংশ জায়গা ক্রয় করেন মোহাম্মদ ইব্রাহিম। মোহাম্মদ ইব্রাহিমের মোট জায়গার পরিমাণ দাঁড়ায় ৭.৬৬ শতাংশ। এ জায়গা নিয়ে উভয়ের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হলে  নোটারি পাবলিক কার্যালয়ে উভয়ের সম্মতিতে চুক্তি হয় যে, ১০ শতাংশ জমির মধ্যে বড় ভাই ইব্রাহিম ৭ শতাংশ ও ছোট ভাই ইসমাইল ৩ শতাংশ জমির মালিক হবেন। এই সম্মতিতে উভয়ই হলফনামায় স্বাক্ষর করেন, কিন্তু পরবর্তীতে ইসমাইল হোসেন ওই চুক্তি অমান্য করে বিএস খতিয়ান অনুযায়ী ৪ শতাংশ জায়গার দাবি তোলেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ তীব্র আকার ধারণ করে এবং বর্তমানে এ সংক্রান্ত একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

স্থানীয়রা জানান, এই জায়গা নিয়ে বিরোধের জেরে দুই পরিবারের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এই জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে একাধিকবার বৈঠক করেও তা সমাধান করা যায়নি। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন বলে তারা মনে করেন।

এ বিষয়ে ইসমাইল হোসেন বিদেশে থাকায় তার মেয়ের জামাই বলেন, আমার শ্বশুর মোঃ ইসমাইল হোসেন কাগজপত্র অনুযায়ী ৪ শতাংশ জায়গার মালিক কিন্তু আমার জেঠা শ্বশুর তা মানতে নারাজ। তাই ইসমাইল হোসেন তার জায়গায় টিনের বেড়া দিয়ে জায়গা দখলে নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat