বিলাইছড়ি,প্রতিনিধি;
রাঙ্গামাটি পার্বত্য জেলার বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আজ ০৫ অক্টোবর ২০২৫ তারিখ সকাল ০৯:০০ টা থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন।
বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন, বিলাইছড়ি শাখা-এর অংশগ্রহণে এই কর্মবিরতি পালন করা হচ্ছে। এই কর্মসূচি চলাকালীন মাঠ পর্যায়ের ইপিআই (টিকা কার্যক্রম), আসন্ন টিসিভি (টাইফয়েড) টিকাদান ক্যাম্পেইনসহ সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে বলে জানা গেছে। এতে এলাকার জনস্বাস্থ্য পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এ সময় স্বাস্থ্য সহকারীরা জানান, দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেই তাঁরা এই অবস্থান কর্মসূচি পালন করছেন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন মাঠ পর্যায়ে কর্মরত এই স্বাস্থ্যকর্মীদের মূল দাবিগুলো লিখিতভাবে তুলে ধরা হয়েছে, যার মধ্যে প্রধান কয়েকটি হলো নিয়োগ বিধি সংশোধন করে স্নাতক (বিজ্ঞানসহ) শিক্ষাগত যোগ্যতা সংযুক্ত করে স্বাস্থ্য সহকারীদের ১৪তম গ্রেডে উন্নীত করা, ইনসার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের ১১তম গ্রেডে উন্নীত করা এবং টেকনিক্যাল পদমর্যাদা প্রদান করা। পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড নিশ্চিত করা।
৬৪ জেলার ন্যায় বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান নিয়ে স্বাস্থ্যকর্মীরা তাঁদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
এ জাতীয় আরো খবর..