×
  • প্রকাশিত : ২০২৫-১০-০৬
  • ২৩ বার পঠিত
শফিউল করিম সবুজ, চকরিয়া ;

দীর্ঘ ৬ বছরে ও শেষ হয়নি কক্সবাজারের চকরিয়া উপজেলার কেন্দ্রীয় মডেল মসজিদের নির্মাণ কাজ---

এদিকে দেশের প্রত্যেকটি উপজেলা সদরে অধিকাংশ মডেল মসজিদের উদ্বোধনী শেষে মুসল্লীরা নিয়মিত নামাজ আদায় করছে অথচ চকরিয়া উপজেলা মডেল মসজিদের নির্মাণ কাজ নিয়ে স্থানীয়রা প্রশ্ন তুলেছেন।

শুধু তাই পার্শ্ববর্তী উপজেলা পেকুয়ায় গেল ২০২৫ সালে ১৭ ফেব্রুয়ারী মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র শুভ উদ্বোধন করেন মাননীয় ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আধুনিক সুযোগ-সুবিধাসহ মডেল মসজিদ নির্মাণের লক্ষ্যে ২০১৯ সালের ২৫শে অক্টোবরে কাজ শুরু হয়। কিন্তু বিভিন্ন কারিগরি জটিলতা, বরাদ্দের ঘাটতি ও ঠিকাদারি প্রতিষ্ঠান কর্তৃক কাজের গাফিলতির কারণে অগ্রগতি সন্তোষজনক নয়।

এবিষয়ে মুঠোফোনে কথা হয় গণফুর্ত অধিদপ্তরের ইঞ্জিনিয়ার মোঃ শাহজানের সঙ্গে। এসময় তিনি জনতার জমিনকে জানান আগামী বছরের এপ্রিল অথবা জুনের মধ্যে নির্মাণ কাজ শেষ হতে পারে।

স্থানীয়রা জানান দীর্ঘদিন ধরে চলমান থাকলেও অগ্রগতি আশানুরূপ নয়। ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে নির্মাণাধীন এ মসজিদটি সরকার ঘোষিত আধুনিক স্থাপত্য নকশার অংশ। তবে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও বাস্তবে তা ধীর গতিতে এগোচ্ছে।


স্থানীয়দের অভিযোগ, প্রতিশ্রুত সময়ের মধ্যে কাজ শেষ না হওয়ায় নামাজ আদায় ও ধর্মীয় কার্যক্রম পরিচালনায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন এলাকাবাসী। তাঁরা দ্রুত কাজ শেষ করে মসজিদটি সাধারণ মুসল্লিদের জন্য উন্মুক্ত করার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat