- প্রকাশিত : ২০২৫-১০-০৭
- ২২ বার পঠিত
ফেনী ব্যুরো ;
ফেনীর সোনাগাজীতে এক সনাতন ধর্মাবলম্বী অসহায় শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য এ.এস.এম কামরুজ্জামান কামরুল।
শনিবার (৩ অক্টোবর) সকালে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সফরপুর গ্রামে মেধাবী শিক্ষার্থী রিক্তা রাণী সূত্রধরের হাতে শিক্ষা উপকরণ ও সহায়তা তুলে দেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, রিক্তা স্থানীয় মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। আর্থিক সংকটে তার পিতা টিটু সূত্রধর মেয়ের পড়াশোনা চালিয়ে নিতে হিমশিম খাচ্ছিলেন। বিষয়টি জানার পর স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান কামরুল নিজ উদ্যোগে রিক্তার বাড়িতে গিয়ে তাকে শিক্ষা উপকরণ ও আর্থিক সহায়তা প্রদান করেন।
সহায়তা পেয়ে আবেগাপ্লুত রিক্তা বলেন, “এখন আমি নিয়মিত স্কুলে যেতে পারব। আমার পড়াশোনা চালিয়ে যেতে যারা পাশে দাঁড়িয়েছেন, বিএনপি পরিবারসহ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।”
এ সময় রিক্তার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য এ.এস.এম কামরুজ্জামান কামরুল বলেন, “সনাতন হিন্দু সম্প্রদায়ের মেধাবী শিক্ষার্থী রিক্তার দূরবস্থার কথা জেনে আমি তার পাশে দাঁড়িয়েছি। শুধু সোনাগাজী নয়, ফেনীর যে কোনো এলাকায় আর্থিক সংকটে থাকা শিক্ষার্থীদের পাশে আমরা আছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এই মানবিক সহায়তা কর্মসূচি চলমান থাকবে।”
স্থানীয়রা এ ধরনের উদ্যোগকে প্রশংসা জানিয়ে বলেন, সমাজের অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..